আমাদের আরও বেশি শিখতে হবে—হারের পর লিটন

আমাদের শিখতে হবে, আরও বেশি শিখতে হবে—কথাগুলো লিটন দাসের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর বাংলাদেশ অধিনায়ক এভাবেই বলছিলেন। টি-টোয়েন্টিতে স্থায়ী অধিনায়কত্ব পাওয়ার পর এটিই ছিল তার প্রথম সিরিজ। সেখানে ব্যর্থ তিনি। সিরিজ হারা দোষের কিছু নয়। কিন্তু কাদের সঙ্গে ও কীভাবে হারছে, তা চোখে পড়ে।
সাম্প্রতিক ফর্ম ভালো ছিল না। মাঠ ও মাঠের বাইরের নানা বিষয়ে দেশের ক্রিকেট ছিল টালমাটাল। তবু আরব আমিরাতের কাছে বাংলাদেশ সিরিজ হারবে, তা বোধহয় খোদ আরব আমিরাতের ক্রিকেটাররাও ভাবেননি। সিরিজ হেরে বাংলাদেশ অধিনায়ক অবশ্য তাগিদ দিলেন শেখার দিকে।
লিটন বলেন, ‘অবশ্যই এটি প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমরা অনেক ভুল করেছি। প্রতিপক্ষ দারুণ করেছে। তাদের কৃতিত্ব দিতে হবে। তিনটি ম্যাচেই আমরা পরে বোলিং করেছি। হারের পেছনে এটি প্রধান কারণ। কিন্তু, আমাদের এখনও শিখতে হবে। আরও বেশি শিখতে হবে এবং পরবর্তীতে ম্যাচে এর প্রতিফলন ঘটাতে হবে।’
সিরিজ হারকে জীবনের অংশ হিসেবে আখ্যা দিয়েছেন লিটন। বাংলাদেশ এভাবে হারবে সেটি না ভাবলেও মেনে নিয়েছেন তিনি। দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিদের কাছে।
বাংলাদেশকে সিরিজ হারিয়ে আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তারা টেস্ট খেলে। কিন্তু, আমরা তিনটি ম্যাচেই রান তাড়া করে জিতেছি। আমরা এখানে এভাবে খেলার চেষ্টা করি। শারজার উইকেটে সব দলের জন্যই পরে বোলিং করা কঠিন। বাংলাদেশ ভালো খেলেছে। এটি তাদের দুর্ভাগ্য।’