Beta

টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন ওয়াহাব রিয়াজ

১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২০

স্পোর্টস ডেস্ক

টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। গতকাল বৃহস্পতিবার হঠাৎ করে এমন সিদ্ধান্তের কথা জানান এই পেস বোলার। টেস্টে বিরতি নেওয়ার কারণে দেশটির শীর্ষস্থানীয় প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফি থেকেও নিজের নাম সরিয়ে নিয়েছেন রিয়াজ।

এক বিবৃতিতে এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ‘বাঁহাতি পেস বোলার ওয়াহাব রিয়াজ আজ নিশ্চিত করেছেন যে তিনি কায়েদ-ই-আজম ট্রফিতে খেলবেন না। তিনি লাল বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি চেয়েছেন।’

ফরম্যাটটি থেকে বিরতি প্রসঙ্গে ওয়াহাব রিয়াজের মন্তব্য, ‘লাল বলের ক্রিকেটে আমার গেল কয়েক বছরের পারফরম্যান্স পর্যালোচনা করে এবং সামনের সীমিত ওভারের ক্রিকেটের বিষয়টি মাথায় রেখে আমি সিদ্ধান্ত নিয়েছে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিরতি নেওয়ার। পিসিবি চেষ্টা করছে লাল বলের ক্রিকেটে আমাকে সম্পৃক্ত রাখার। কিন্তু আজ আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমার বিষয়টি বোঝার জন্য এবং আমাকে সমর্থন দেওয়ায় তাদের ধন্যবাদ বলে চাই।’

সর্বশেষে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে খেলেছিলেন ওয়াহাব রিয়াজ। ২০১০ সালে এই ফরম্যাটে অভিষেক নেওয়ার পর মোট ২৭টি ম্যাচ খেলেছেন ওই পাকিস্তানি পেসার। যার মধ্যে নিয়েছেন ৮৩টি উইকেট।

Advertisement