নেতৃত্বে সাকিব-ইমরানের পাশে রশিদ

ক্রিকেটে নাম লিখিয়েছেন খুব বেশদিন নয়। অল্প সময়ের মধ্যেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পারফরম্যান্সগুণে কেড়ে নিয়েছেন স্পটলাইট। বাকি ছিল সাদা পোশাকে তাক লাগানো পারফরম্যান্স। এবার বাংলাদেশের বিপক্ষে সেটা করে দেখালেন বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান। তাও আবার অধিনায়ক হিসেবে।
বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে খেলেছেন ৫১ রানের ইনিংস। বল হাতেও দুর্দান্ত রশিদ। তুলে নেন পাঁচটি উইকেট। তাতে প্রথম নেতৃত্ব দেওয়া ম্যাচে নতুন কীর্তি গড়েছেন আফগান অধিনায়ক। যেটা টেস্ট ক্রিকেটে এর আগে মাত্র তিনবার দেখা গেছে।
অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ব্যাটে-বলে এমন ডাবল নেওয়ার নজির গড়েছেন শুধু ফ্রাঙ্ক স্ট্যানলি জ্যাকসন, ইমরান খান ও সাকিব আল হাসান। এবার ৫১ রান ও পাঁচ উইকেট নিয়ে তাঁদের পাশে নিজের নাম বসালেন রশিদ।
১১৫ বছর আগে ক্যারিয়ারের শেষ অ্যাশেজে অধিনায়কত্ব করার সম্মান পান ইংলিশ তারকা জ্যাকসন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৮২ রানের অপরাজিত ইনিংস।
এরপর ১৯৮২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে ৫২ রানে সাত উইকেট নেন ইমরান। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে করেন ৬৫ রান।
আর সবশেষ এমন কীর্তি গড়েন সাকিব। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে হঠাৎ করে নেতৃত্বের ভার আসে তাঁর কাঁধে। নেতৃত্বের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেন ৯৬ রান। সেই তালিকায় এবার যুক্ত হলেন রশিদ খান।