পাপুয়া নিউগিনির বিপক্ষে সালমাদের নাটকীয় জয়

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাপুয়া নিউগিনির বিপক্ষে সালমা-ফাহিমারা ছয় রানের নাটকীয় জয় তুলে নিয়েছে।
বৃষ্টির কারণে গত শনিবারের ম্যাচটি আজ সোমবার রিজার্ভ ডেতে মাঠে গড়ায়। তবে এই ম্যাচটিও বৃষ্টির কবলে পড়ে। খেলা শুরু হয় নির্ধারিত সময়ের অনেক সময় পরে। ম্যাচ তাই ১৭ ওভারে নামে। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের মেয়েরা ১৬.৩ ওভারে আট উইকেটে ১০৩ করতেই আবার বৃষ্টি শুরু হয়।
পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাপুয়া নিউগিনির সামনে লক্ষ্য দাঁড়ায় আট ওভারে ৫৯। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে তারা করে ৫২ রান।
অবশ্য বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। ওপেনার সানজিদা ইসলাম ৩২ বলে ১৯ রান করেন। ফাহিমা খাতুন ১৮ বলে হার না মানা ৩২ রান করে দলের সংগ্রহ একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যান।
পরে বল হাতে নাহিদার চমৎকার নৈপুণ্যে নাটকীয় জয় পায় বাংলাদেশ। দুই ওভারে ১০ রান খরচায় তিন উইকেট তুলে নেন তিনি।
আসরে আগের দিন যুক্তরাষ্ট্রকে আট উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রানে ইনিংস গুটিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এত ছোট লক্ষ্য টপকাতে মোটেও বেগ পেতে হয়নি বাংলাদেশের। মাত্র ৮.২ ওভারে হেসে-খেলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সালমা-ফাতেমারা।
টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশের মেয়েরা।