অ্যাগুয়েরোর পেনাল্টি মিসের খেসারত দিল ম্যানচেস্টার সিটি

এ যেন মুদ্রার ঠিক উল্টোপিঠ দেখা! ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো সাম্প্রতিক সময়ে ছিলেন একেবারে ফর্মের চূড়ায়। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টটেনহামের বিপক্ষে ম্যাচের ত্রয়োদশ মিনিটেই পেনাল্টি পায় ম্যানসিটি। পেনাল্টি কিক নিতে অ্যাগুয়েরোকে আসতে দেখে সবাই নিশ্চিত গোল ধরে নিয়েছিল। টটেনহাম গোলরক্ষকের দুর্দান্ত সেভে শেষ পর্যন্ত গোলটা হয়নি। আর সিটি এই পেনাল্টি মিসের খেসারত দিয়েছে ম্যাচ হেরে। টটেনহাম হটস্পারের মাঠে ১-০ গোলে হেরে গেছে তারা।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও টটেনহাম হটস্পার। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল পেপ গার্দিওলার ম্যানসিটি। কিন্তু সুযোগ পেলেই আক্রমণ করে সিটিজেনদের তটস্থ করে রাখে স্পাররা।
প্রথমার্ধের ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় গার্দিওলার শিষ্যরা। রাহিম স্টার্লিংয়ের শট হটস্পারের ডি-বক্সে ড্যানি রোজের হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি কিক নিতে আসেন দলের আক্রমণভাগের মূল ভরসা অ্যাগুয়েরো। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকারের শটটা ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন রাশিয়া বিশ্বকাপজয়ী ফরাসি গোলরক্ষক হুগো লরিস। হতাশ হয় ম্যানসিটির দর্শকরা। প্রথমার্ধে এরপর আর কেউ গোল করতে পারেনি।
ম্যাচের ৫৫ মিনিটে বেশ বড় ধাক্কা খায় টটেনহাম। পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের সেরা তারকা হ্যারি কেন। এরপর বড় ধরনের উত্তেজনা ছাড়াই গোলশূন্য ড্রর দিকে এগোতে থাকে ম্যাচ। তবে খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে গোলের দেখা পায় দর্শক। ম্যাচের ৭৯ মিনিটে এরিকসেনের ক্রস থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্স থেকে কোনাকুনি শটে গোল করেন টটেনহামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং মিন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পাররা।
আগামী বুধবার দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে আবার টটেনহামের মুখোমুখি হবে ম্যানসিটি। সেমিফাইনালে উঠতে হলে ম্যাচটা জিততেই হবে গার্দিওলার দলকে।