আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপ বাছাইপর্বের লাতিন অঞ্চলে এখনও বাকি চার ম্যাচ। ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বাকি ম্যাচগুলো নিজেদের ঝালাই করে নেওয়ার। তবে, গুরুত্ব যেমনই থাকুক, ভক্তদের কাছে আবেদন কমে না কোনোভাবেই। বরং, তারা অপেক্ষায় থাকে আকাশী-সাদাদের ম্যাচ দেখতে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, আগামী দুই ম্যাচে লিওনেল মেসিরা মুখোমুখি হবে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে। ৫ জুন আলবিসেলেস্তেরা খেলবে চিলির বিপক্ষে। কলম্বিয়ার সঙ্গে লড়াইটা ১০ জুন।
দুটি ম্যাচেই মেসিরা খেলবেন ঘরের মাঠে। চিলির সঙ্গে ম্যাচটি হবে সান্তিয়াগোর স্তাদিও মাদ্রে স্টেডিয়ামে। কলম্বিয়াকে আতিথ্য দেবে আর্জেন্টিনা ও পুরো দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় স্টেডিয়াম স্তাদিও মনুমেন্টালে।
গত মার্চের শেষ সপ্তাহে সুপার ক্ল্যাসিকোতে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। ৪-১ গোলের জয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
কনমেবল অঞ্চলের বাছাইপর্বে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ২৩ পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে দ্বিতীয় স্থানে। সমান ২১ পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে আছে যথাক্রমে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে।