বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে ক্রাইস্টচার্চ নিয়ে উইলিয়ামসনের মন্তব্য

গত বছরটা স্বপ্নের মতো কেটেছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের। বছরজুড়ে দুর্দান্ত খেলার স্বীকৃতি পেলেন নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতে। সম্মানজনক এই পুরস্কার জেতা উইলিয়ামসন নিজের বক্তব্যে টেনে আনেন ক্রাইস্টচার্চের হামলার প্রসঙ্গ। ঘটনাটাকে লজ্জাজনক ও কদর্য বলেছেন তিনি।
কিউই অধিনায়ক উইলিয়ামসন ছেলেদের বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের পুরস্কারটাও জিতে নিয়েছেন। আর সেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অভিজ্ঞ রস টেইলর। নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাঁহাতি মারকুটে ব্যাটসম্যান কলিন মুনরো।
অকল্যান্ডে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের ক্রিকেট অ্যাওয়ার্ড নাইটের অনুষ্ঠানটা শুরু হয় গত সপ্তাহে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। গত বছর টেস্ট ক্রিকেটে প্রায় ৮৯ গড়ে ৮০১ রান করা উইলিয়ামসনের জন্য ছিল পুরস্কারের ছড়াছড়ি। বর্ষসেরা ক্রিকেটার ও টেস্ট খেলোয়াড়ের পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে বছরের সেরা ব্যাটসম্যানের পুরস্কারটাও জিতে নেন ডানহাতি এই ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডের বর্ষসেরা বোলারের পুরস্কার পেয়েছেন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। একাধিক পুরস্কার জিতে নিজের বক্তব্যের একপর্যায়ে উইলিয়ামসন বলেন, ‘এক মাস ধরে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ খেলছিলাম আমরা। কিন্তু সিরিজটা খুবই কদর্যভাবে শেষ হয়ে গেল। আমাদের প্রতিপক্ষ (বাংলাদেশ দল) ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় হুমকির মুখে পড়ে গিয়েছিল। আমি জানি, ওরা সবাই এই ঘটনায় ভয়ার্ত ছিল। এমন বর্বর খটনার সাক্ষী কেউই হতে চায় না। এভাবে সিরিজটা শেষ হয়ে যাওয়া ছিল লজ্জাজনক।’