সৌম্যর হ্যাটট্রিক ফিফটি

মাঝখানে বেশ কিছুদিন ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স ভালো ছিল না। তাই ওপেনার সৌম্য সরকারকে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে। অতিউৎসাহী কেউ কেউ আবার দল থেকে বাদ দেওয়ারও দাবি তোলেন। কিন্তু বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাঁর ওপর আস্থা রাখেন।
কোচের সেই আস্থার প্রতিদান দিয়েছেন সৌম্য। টানা তিনটি ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন এই বাঁ-হাতি ওপেনার।
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি করেন সৌম্য। প্রথম ইনিংসে ৭১ ও দ্বিতীয় ইনিংসে ৫৩ রান করেন তিনি। কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টের প্রথম ইনিংসেও দারুণ একটি হাফ সেঞ্চুরি উপহার দিয়েছেন এই বাঁ-হাতি। সান্দাকানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যাওয়ার আগের করেন ৬১ রান।
দারুণ এই ইনিংসটি খেলতে ১২০ বল খরচ করেছেন, যাতে ছয়টি চারের মার ছিল।
অবশ্য ইনিংসে তাঁর শুরুটা ছিল কিছুটা নড়বড়ে। সময়ের সঙ্গে সঙ্গে পেয়েছেন আত্মবিশ্বাস। তাই সিরিজে টানা তৃতীয় হাফ সেঞ্চুরির দেখা পান।
বাংলাদেশের দ্বিতীয় ওপেনার হিসেবে সৌম্য টানা তিন ইনিংসে হাফ সেঞ্চুরি করেন। ২০১০ সালে তামিম করেছিলেন টানা পাঁচ ইনিংসে হাফ সেঞ্চুরি।
সপ্তম টেস্টে এসে সব মিলিয়ে চারটি হাফ সেঞ্চুরি করেছেন এই বাংলাদেশি ওপেনার। তাঁর সর্বোচ্চ ইনিংস ৮৬ রান, গত জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে।