যে রেকর্ড প্রথম গড়ল বাংলাদেশ

হোক না প্রতিপক্ষ জিম্বাবুয়ে। রেকর্ড তো রেকর্ডই। নিজেদের মাঠে এই জিম্বাবুয়েকে হারিয়েই প্রথমবার ট্রেবল জিতল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এক দফায় টেস্ট, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও সফরকারীদের উড়িয়ে দিল বাংলাদেশ।
আজ বুধবার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে নয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে গত সোমবার অতিথিদের ৪৮ রানের হারিয়েছে স্বাগতিকরা।
এর মাধ্যমে প্রথমবার কোনো দলের বিপক্ষে তিন সংস্করণেই জিতল বাংলাদেশ। এক সিরিজে তিন সংস্করণ মিলিয়ে সব ম্যাচে জয়ও পেল প্রথমবার।
সবশেষ ২০১৮ সালে এক দলের বিপক্ষে তিন সংস্করণেই জয়ের সবশেষ সুযোগ এসেছিল বাংলাদেশের। সেবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডেতেও জিতেছিল বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে উইন্ডিজরা ২-১ ব্যবধানে জিতে যায়।
এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়েকে টেস্টে ৩-০তে হারানোর পর ওয়ানডেতে ৫-০ তে জিতেছিল বাংলাদেশ। সেবার কোনো টি-টোয়েন্টি সিরিজ ছিল না।
অবশেষে সেই জিম্বাবুয়েকে দিয়েই নিজেদের প্রত্যাশা পূরণ করল বাংলাদেশ। জিতে নিল প্রথম ট্রেবল।
ম্যাচটিতে দুর্দান্ত বোলিংয়ের জিম্বাবুয়েকে বড় সংগ্রহের ভিত গড়তে দেয়নি বাংলাদেশ। ব্যাট হাতেও সফরকারীদের শাসন করেছে স্বাগতিকরা। দুই বিভাগের দৃঢ়তায় নয় উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট ব্যবধানের জয়। এর আগের সর্বোচ্চ উইকেট ব্যবধানের জয় ছিল চার উইকেটের।
আজ বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৯ রান করেছে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেছেন ব্রেন্ডন টেইলর।
১২০ রানের ছোট লক্ষ্যের জবাবে দারুণ শুরু করে বাংলাদেশ। তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম ও লিটন দাস শুরুটা বেশ সাবধানে করেন। প্রথম ওভারে দুজনে নেন মাত্র ৪ রান। এরপরেই ছন্দ ধরে খেলছেন দাস। মেরে খেলছেন নাঈমও। তবে ৩৩ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।
তবে টিকে ছিলেন লিটন দাস। ছন্দে থাকা লিটন ৩৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেন। এরপর শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ৬০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর সঙ্গে ২০ রানে অপরাজিত ছিলেন সৌম্য সরকার।তবে টিকে ছিলেন লিটন দাস। ছন্দে থাকা লিটন ৩৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেন। এরপর শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ৬০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর সঙ্গে ২০ রানে অপরাজিত ছিলেন সৌম্য সরকার।