পর্তুগালের বিদায়, টিকে থাকল ফ্রান্স

লড়াই করেও ফ্রান্সের বিপক্ষে হার এড়াতে পারল না পর্তুগাল। গোলরক্ষকের ভুলে গোল খেয়ে উয়েফা নেশন্স লিগ থেকে ছিটকে গেল পর্তুগাল। অন্যদিকে জয়ের আনন্দ নিয়ে আসরে টিকে থাকল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
লিসবনে গতকাল শনিবার রাতে নেশন্স লিগে তিন নম্বর গ্রুপে ১-০ গোলে জিতেছে ফ্রান্স। ম্যাচের ব্যবধান গড়া গোলটি করেন এনগোলো কঁতে।
লিগে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৩। অন্যদিকে পর্তুগালের পয়েন্ট ১০। সমান ৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে আছে ক্রোয়েশিয়া ও সুইডেন।
ঘরের মাঠে ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেও এগিয়ে যেতে পারেনি পর্তুগাল। পুরো ম্যাচে ১৮টি শট নেয় স্বাগতিকেরা, যার মধ্যে ছয়টিই ছিল লক্ষ্যে যাওয়ার মতো। কিন্তু ফরাসি গোলরক্ষকের বাধা এড়াতে পারেননি রোনালদোরা। অথচ পর্তুগালের চেয়ে কম শট নিয়েও জয়ের নাগাল পেয়েছে ফ্রান্স। ফরাসিদের গোলে শট ছিল ১৩টি।
এদিন ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। তবে বিরতির পর গোলরক্ষক পাত্রিসিওর ভুলে পিছিয়ে পড়ে পর্তুগাল। ৫৩ মিনিটে রাবিওর বাঁ-দিক থেকে নেওয়া শটে ভয় ছিল না। কিন্তু সে বল ধরতে গিয়ে ঝামেলায় পড়ে যান গোলরক্ষক। মাঝে আলগা বল গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন কঁতে। এরপর গোল না এলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ইউরো ও নেশন্স লিগের শিরোপাধারী পর্তুগালকে।
দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আগামী মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। আর সুইডেনের বিপক্ষে খেলবে ফ্রান্স।