দিবালাকে নিয়ে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

ম্যাচের ৪৮ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করলেন, কিন্তু উদযাপন নেই রোমার আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার। সতীর্থরাও থেমে গেল। ছলছল চোখে খুঁড়িয়ে খুঁড়িয়ে ডাগআউটের দিকে যাচ্ছেন দিবালা। গত রাতে ইতালিয়ান সিরি আতে লিসের বিপক্ষে রোমার ম্যাচের দৃশ্য এটি।
শট নেওয়ার সময়ই টের পেয়েছেন টান লেগেছে ঊরুর পেশিতে। চিকিৎসক সঙ্গে সঙ্গে বরফ লাগালেও খেলা চালিয়ে যেতে পারেননি। ম্যাচের বাকি সময় দিবালা খেলতে না পারলেও রোমার ক্ষতি হয়নি। ২-১ গোলে জেতে রোমা। বড় ক্ষতিটা অপেক্ষা করছে আর্জেন্টিনার জন্য। কারণ আর্জেন্টিনার জার্সিতে দিবালার বিশ্বকাপ হয়তো অনিশ্চিত হয়ে পড়েছে। যেমনটা ইঙ্গিত দিলেন রোমার কোচ।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে রোমা কোচ জোসে মরিনহো বলেছেন, ‘আমি চিকিৎসক নই। তবে আমার অভিজ্ঞতা বলছে আঘাত গুরুতর। শুধু গুরুতর বললে ভুল হবে, মারাত্মক গুরুতর। ওর সাথে কথা বলে যা বুঝেছি, খুব খারাপ অবস্থা। এক ম্যাচ বা এক সপ্তাহ নয়, হয়তো ২০২২ সালটা শেষ দিবালার।’
আগামী ২০ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরু। কাতারে আর্জেন্টিনার অন্যতম অস্ত্র দিবালা। লিওনেল মেসির সঙ্গে তার রসায়ন দেখতে মুখিয়ে ভক্তরা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনির পরিকল্পনার বড়ো অংশজুড়ে আছেন দিবালা। চলতি মাসের শেষ দিকে দল ঘোষণা করবে আর্জেন্টিনা। এমন সময়ে এই দুঃসংবাদ স্কলোনিকে নিশ্চয়ই ভাবাচ্ছে।
আজ দিবালার ঊরুর স্ক্যান করার কথা রয়েছে। এরপর জানা যাবে বিস্তারিত। তবে মরিনহোর কথা যদি মিলে যায়, তাহলে বিশ্বকাপ এখানেই শেষ আর্জেন্টিনার জার্সিতে ৩৪ ম্যাচ খেলা এই তারকার।