আপনার জিজ্ঞাসা
কোরবানির পশু কিনতে যাওয়ার সময় কোনো দোয়া আছে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৩৩৪তম পর্বে কোরবানির পশু কিনতে যাওয়ার সময় কোনো দোয়া আছে কি না, সে বিষয়ে ঢাকা থেকে মেইলে জানতে চেয়েছেন আশরাফ উদ্দিন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : কোরবানির পশু কিনতে যাওয়ার সময় কোনো দোয়া আছে কি?
উত্তর : কোরবানির পশু কিনতে যাওয়ার জন্য কোনো দোয়া রাসুল (সা.)-এর হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে আপনি বাজারে যাওয়ার জন্য যে দোয়া আছে, সেটি পড়তে পারেন।