Beta

আপনার জিজ্ঞাসা

কোরবানির পশুর গায়ে হাত বুলালে সওয়াব হবে কি?

১১ আগস্ট ২০১৯, ১০:৫৬

অনলাইন ডেস্ক

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৩৩৪তম পর্বে কোরবানির পশুর গায়ে হাত বুলালে তার গায়ে যত পশম আছে, সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে কি না, সে বিষয়ে ঢাকা থেকে মেইলে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : কোরবানির পশুর গায়ে হাত বুলালে তার গায়ে যত পশম আছে, সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, এমন বক্তব্য কি হাদিসসম্মত?

উত্তর : এ ধরনের বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এগুলো মূলত ওয়াজের বক্তব্য। ওয়াজের বক্তব্য বলতে বোঝায়, অনেক সময় দেখা যায় যে আলেমরা মানুষের আবেগ তৈরি করার জন্য কিছু কিছু কথা আছে, যেগুলো দলিলের বাইরে, যেগুলোর কোনো দলিলের ভিত্তি নেই, সেগুলো বলে থাকেন।

Advertisement