পরামর্শ: গরমে চারাগাছের যত্ন নেওয়ার চার উপায়

যাঁরা বৃক্ষরোপণ কিংবা বাগান করতে ভালোবাসেন, এই গরমে প্রতি মুহূর্তে তাঁদের সচেতন থাকতে হবে। তীব্র গরমে গাছের চারা শুকিয়ে মারা যাওয়ার আশঙ্কা বেড়ে যায় বহুগুণে। সূর্যের উত্তাপ গাছের চারা বেড়ে ওঠায় বাধার সৃষ্টি করে। দীর্ঘ সময় সূর্যের আলো চারা গাছের ওপর পড়লে মাটির উর্বরতা নষ্ট হয় এবং কুঁড়ি ও ফুল মরে যায়।এ বিষয়ে কোনো সন্দেহ নেই, চারাগাছ বড় হতে সূর্যের আলোর বড় ভূমিকা রয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে,...