নরম ঠোঁট পাওয়ার তিন উপায়

Looks like you've blocked notifications!
ঠোঁট নরম রাখতে পর্যাপ্ত পানি পান করুন। ছবি : সংগৃহীত

খসখসে ঠোঁট কেবল আকর্ষণ কমায় না, এটি যন্ত্রণাও তৈরি করে। তবে ভালো খবর এই যে এটি নরম করা কঠিন কিছু নয়। খুব সহজ কিছু উপায় মেনে চললে ঠোঁট খুব সহজে নরম করা যায়।

ঠোঁট নরম রাখার কিছু উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ফেমিনা।

১. মৃত কোষ দূর করা

মৃত কোষ ত্বককে শুষ্ক ও খসখসে করে তোলে। মৃত কোষ দূর করা ঠোঁটের এ সমস্যা কমাতে কাজ করে। চিনি বা মধু নিন। একে  সামান্য জলাপাইয়ের তেলের সঙ্গে মেশান। ঠোঁটে এটি মাখুন এবং হালকাভাবে ঘষুণ। মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট রেখে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. আর্দ্র রাখুন

ঠোঁটকে সুন্দর ও নরম রাখতে একে সবসময় আর্দ্র রাখুন। এ ক্ষেত্রে লিপ বাম বা জেল ব্যবহার করতে পারেন। দিনে দুই বার বা প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করুন।

৩. অন্যান্য যত্ন

এমন লিপস্টিক বা লিপগ্লস ব্যবহার করবেন না, যেটি ত্বকের সমস্যা করে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন।