ধাঁধাগুলো দেখতে সহজ, উত্তরটা কি কঠিন?

নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যেকোনো কাজ অনায়াসে করা সম্ভব। তাই বুদ্ধিকে সব সময় শান দিয়ে চাঙ্গা রাখতে হয়। আর সেটা করার মোক্ষম উপায় হচ্ছে ধাঁধা বা পাজলের সমাধান করা। তাই জীবনধারাবিষয়ক ওয়েবসাইট ব্রাইডসাইটের সৌজন্যে থাকছে আটটি মজার ধাঁধা, যা সমাধান করে শান দেওয়া যেতে পারে মস্তিষ্কের। প্রথম ধাঁধা : গাড়ি রাখার জায়গাএই ধাঁধাটি হংকংয়ের প্রবেশিকা পরীক্ষায় প্রথম শ্রেণির ছাত্রদের প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল।...