Beta

প্রথম শ্রেণির গণিত, মিলিয়ে নিন সমাধান

১৯ জুন ২০১৫, ১১:৪৫ | আপডেট: ১৯ জুন ২০১৫, ১১:৪৮

উত্তর মিলিয়ে ফেলেছেন হয়তো কেউ কেউ। আবার অনেকেই হয়তো বীজগণিত, পাটিগণিত, সুদকষা, ধারা কিংবা ক্যালকুলাসের হিসাব খাটিয়েও ধরতে পারছেন না বিন্দুমাত্র! যা হোক, উত্তরটি ব্যাখ্যাসহ দিয়ে দেওয়া হচ্ছে সবার জন্য।

ছবিতে দেখতে পেয়েছিলেন, একটি গাড়ি পার্কিং লেনে রয়েছে। লক্ষ করলে দেখা যায় যে প্রতিটি লেনেই একটি নম্বর লেখা রয়েছে। শুধু যে লেনে গাড়ি রয়েছে, তার নম্বরটি দেখতে পাওয়া যাচ্ছে না। প্রশ্ন ছিল যে, এই লেনের নম্বর কত?

খাতা-কলমে অঙ্ক কষা বাদ দিয়ে ছবিটি শুধু উল্টো করে নিন। তাহলেই বুঝতে পারবেন গাড়িটি কত নম্বর লেনে রয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন এখন, উত্তর হবে 87!

জেনে রাখুন, এই প্রশ্ন হংকংয়ের একটি এলিমেন্টারি স্কুলে ছয় বছরের শিশুদের ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন। সঙ্গে এও জেনে রাখতে পারেন, রীতিমতো পিএইচডিধারী লোকজনও এই প্রশ্নের উত্তর খুঁজে পাননি।

Advertisement