পেটুক পাইথনের আস্ত হরিণ ভোজ

প্রাণিজগতে আশ্চর্যের শেষ নেই, যেমন ছোট্ট পিঁপড়া ভার বহন করতে পারে তার ওজনের ৬ থেকে ১০ গুণ। পরিশ্রমের উদাহরণ দিতে গিয়ে এই বিষয়টিই বেশি বলা হয়। কিন্তু যদি পেটুকের উদাহরণ দিতে বলা হয়, কার নাম আসবে? অনেক প্রাণীর নামই আসতে পারে, তবে আমি এখন যার কথা বলব, তাকে জবরদস্ত পেটুক না বলে উপায়ই নেই।আমেরিকার ফ্লোরিডায় পাওয়া গেছে একটি পেটুক বার্মিজ পাইথন, যে কি না গিলে ফেলেছে আস্ত একটি হরিণ, যার ওজন তার নিজের...