Beta

স্বাধীনতা

১৬ ডিসেম্বর ২০১৭, ০৯:১১

জগলুল হায়দার

পাখি চায় নীড় আর

ফুল চায় ফুটতে

প্রজাপতি পাখা মেলে

চায় শুধু ছুটতে।

ঝর্ণা বাতাস নদী

মুক্তির স্বাদ চায়

সুবিশাল আসমানে

দীপ হতে চাঁদ চায়।

সকলেই চায় সব

আপনার মতো যে

স্বাধীনতা স্বাধীনতা

চায় অবিরত যে।

Advertisement