বটগাছের ছায়ায় বৃষ্টিভেজা ‘ইত্যাদি’ এবার ঝিনাইদহে

স্টুডিওর চার দেয়াল পেরিয়ে ‘ইত্যাদি’ এবার পৌঁছে গেল দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঝিনাইদহে। এশিয়ার বৃহত্তম কৃষি খামার মহেশপুরের দত্তনগরের মাঠের মাঝখানে, বটবৃক্ষের চত্বরে তৈরি হয় এবারের মঞ্চ।
অনুষ্ঠান উপলক্ষে পুরো এলাকায় বইছিল উৎসবের আমেজ। মহেশপুরে শুটিং হলেও দর্শক আসেন আশপাশের চুয়াডাঙ্গা ও যশোর থেকেও। দুপুর অবধি রৌদ্রোজ্জ্বল থাকলেও বিকেলে শুরু হয় আকস্মিক কালবৈশাখী। টানা চার-পাঁচ ঘণ্টার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় সেট, লাইট, ক্যামেরা। অনেক দর্শক না দেখেই ফিরে যান। পরে রাত বারোটায় সীমিত সুবিধায় শুরু হয় ধারণ, চলে ভোররাত পর্যন্ত।
এ পর্বে রয়েছে লোককবি পাগলা কানাইয়ের গানে সেলিম চৌধুরী ও তসিবার কণ্ঠ, মনির খানের পরিবেশনা, শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে একটি নৃত্য, এবং স্থানীয় ভাষায় নাট্যাংশ।
প্রতিবেদনগুলোতে থাকছে দত্তনগর কৃষি খামার, মানবিক সমাজকর্মী জহির রায়হান, পাহাড়ি জনপদে পানিকষ্ট, বন্য প্রাণীপ্রেমী নাজমুল ও মার্কিন সৈকতে সমুদ্র সিংহ। নাট্যাংশগুলোয় ধরা পড়বে সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক বাস্তবতা।
শিল্পীদের মধ্যে রয়েছেন বাবুল আহমেদ, আবদুল্লাহ রানা, আমিন আজাদ, রকি খানসহ অনেকে।
‘ইত্যাদি’র এই পর্বটি প্রচারিত হবে ৩০ মে, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।