বেইলি রোডের বৃষ্টিতে ভেজার স্মৃতি ভুলে রোজাকে নিয়ে কোথায় ভিজছেন তাহসান?

এক অনুষ্ঠানে বেইলি রোডে রাস্তার পাশে দাঁড়িয়ে তাহসান খান গাইছিলেন ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গানের ‘এখনো বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই’। এরপর হঠাৎ গান গাওয়া থামিয়ে তাহসান বলে উঠলেন, ‘একদিন এই বেইলি রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই অ্যান্ড আই ডোন্ট কেয়ার।’ তারপর তাহসান আবার গাইলেন গানের শেষ অংশ।
এই ২০১৯ সালের ঘটনা ৯ নভেম্বর সন্ধ্যার। যা অন্তর্জালে ভাইরাল হয়ে পড়েছিল। সেই তাহসান বিরহ কাটিয়ে রোজা আহমেদকে এখন নতুন করে জীবন শুরু করেছেন। সেই জীবনবে বৃষ্টি নিয়ে তৈরি হয়েছে তাহসানের নতুন স্মৃতি।
এই যেমন সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ও একটি ছবি ভাগ করে নেন সংগীতশিল্পী তাহসানের স্ত্রী রোজা আহমেদ। দেখা যায়, স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায়, আর তা উপভোগ করছিলেন রোজা।
শুধু তাই নয়, এ সময় তাদের পুরো শরীরেই বেশ ভেজা অবস্থায় দেখা যায়। সঙ্গে তাদের চোখে-মুখে ভালোবাসার দীপ্তি স্পষ্ট। এ সময় যেন তারা তাদের কাজ-ব্যস্ততা সবকিছু ভুলে গিয়ে একে অপরকে উপভোগ করেন। রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে এর গানের সুর।