বিদেশি সিনেমায় ট্রাম্পের ১০০% কর, বিপাকে বাংলাদেশের সিনেমাও

যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতে বিপাকে পড়তে যাচ্ছে বাংলাদেশের সিনেমাও।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বিদেশে নির্মিত, বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে তিনি বাণিজ্য দপ্তর ও বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশ দিচ্ছেন।
বাংলা সিনেমার জন্য যুক্তরাষ্ট্রে একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে গেল কয়েক বছরে। একের পর এক বাংলাদেশি সিনেমা নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মুক্তি পেতে শুরু করে। সর্বশেষ গেল ঈদের ‘বরবাদ’, ‘জংলি’ ও ‘দাগি’ সিনেমা মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে।
তবে ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সিনেমার যে বাজার তৈরি হয়েছিল, সেটা বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন দেশীয় চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চলচ্চিত্র পরিবেশনা করা স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন বললেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছা পোষণ করেছেন। এটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আশা করছি এটার একটা সমাধান হবে।’
ট্রাম্পের এই সিদ্ধান্তে এরই মধ্যে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বেশ আলোড়ন তৈরি করেছে।