মেয়ে দেখে কেউ হাসলেই প্রাণ চলে যাবে, প্রশ্ন ওমর সানীর

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহত হয়েছেন । তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। জাহিদুলের বাড়ি ময়মনসিংহে।
এদিকে শিক্ষার্থী জাহিদুলের নিজ ক্যাম্পাসে হত্যার ঘটনাটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে। অনেকেই বলছেন, ঘটনার আগে বহিরাগত দুই মেয়েকে দেখে পারভেজ ও তার কিছু বন্ধু হাসাহাসি করেছিলেন। পরে সেই দুই মেয়ের অভিযোগের ভিত্তিতে হামলা চালানো হয় তাদের ওপর। এ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সচেতন মহল এবং শোবিজ অঙ্গনের তারকারা কথা বলছেন।
এরই ধারাবাহিকতায় এবার এ ঘটনায় কথা বললেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। গতকাল রোববার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ওমর সানী লিখেন, ‘মেয়ে দেখে কেউ হাসলো আর কেউ কাঁদলো এতে করে একটা প্রাণ চলে যাবে। রাষ্ট্র মেয়ে দুইটার অ্যারেস্টের ছবি দেখান যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান, প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন, মানুষ দেখে আবার হাসাহাসি করুক অসুবিধা নাই।’
সবশেষ তিনি লিখেন, ‘রাষ্ট্রের উপর কনফিডেন্স আছে অপেক্ষায় থাকলাম।’
এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, জধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের কেউই এজহারভুক্ত আসামি না।
পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া তিনজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাঁদের উপস্থিতি দেখা গেছে।