শুরু হলো ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
এক ঝাঁক তারকার উপস্থিতিতে শুরু হয়েছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এই উৎসব শুরু হয়।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সালমান খান, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, প্রসেনজিত চট্টোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ, অঞ্জন দত্ত, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা, শ্রাবন্তী, কোয়েল, ঋতুপর্ণা, মিমি চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, পরান বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় তারকা ও পরিচালকের উদ্দেশ্যে বলেন, ‘বাংলা কখনও টলিউড আর বলিউড আলাদা করে না। এই বাংলা বলিউডকে প্রচুর স্টার দিয়েছে। আমি জানি আপনারা বাংলাকে পছন্দ করেন। তাই বাংলায় এসে শুটিং করুন। বাংলার মতো অতিথি পরায়ণ কোথাও পাবেন না।’
অনুষ্ঠানে মমতা বলিউড তারকা সালমান খানকে ভাইফোঁটা এবং রাখির আমন্ত্রণ জানান। নিজের হাতে আঁকা একটি ছবিও তুলে দেন বলিউড ভাইজানের হাতে।
অপরদিকে সালমান বলেন, ‘গতবার দিদির অনুরোধে আজ এখানে এলাম। একবার আমি কাউকে কথা দিলে তারপর আমি আর নিজের কথাও শুনি না।’ এসময় সালমানের মুখে ‘কলকাতা কেমন আছৎ এবং ‘আমি তোমাকে ভালোবাসি’ দুটি সংলাপ বাংলায় শোনা যায়।
৫ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। আট দিনের এ চলচ্চিত্র উৎসবে ৩৯টি দেশের মোট ২১৯টি সিনেমা দেখানো হবে। এর মধ্যে ১৬৯টি পূর্ণদৈর্ঘ্য, ৫০টি স্বল্পদৈর্ঘ্য ছবি ও তথ্যচিত্র রয়েছে। এছাড়াও রয়েছে ৬৩ টি বিদেশি সিনেমা। বাংলাদেশের সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’ চলচ্চিত্রটিও দেখানো হবে এই আয়োজনে।