এক সিনেমা হলে ‘আজব ছেলে’
আজ শুক্রবার (১৭ নভেম্বর) দেশের সিবেমা হলে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘আজব ছেলে’। যা ২০১৮ সালে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল। পাঁচ বছর পর অবশেষে সিনেমাটি এলো মুক্তির আলোয়। সেটিও আবার কেবল একটি সিনেমা হলে।
‘আজব ছেলে’ নির্মাণ করেছেন মানিক মানবিক। তিনিই জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় চলবে ছবিটি। দর্শকের আগ্রহ থাকলে দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা বাড়তে পারে।
সিনেমাটি নিয়ে নির্মাতা বলেছেন, ‘গল্পটা বলতে চাই না। শুধু এটুকু বলি, এটা একটি মা ও ছেলের গল্প। ১৪ বছর বয়সী একটি ছেলে তার মায়ের একটা বিষয় অনুভব করার জন্য পুরোটা গল্পে হাঁটতে থাকে।’
নির্মাতার মতে, এই ধরনের ছবি সাধারণত হল পায় না। কেননা হল মালিকরা ধরে নেন, এসব ছবি দর্শক দেখে না। ফলে স্বল্প পরিসরে মুক্তি পেলেও বিভিন্ন উৎসবে ছবিটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। যেমন আসন্ন ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে ‘আজব ছেলে’।
মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প ‘আজব ছেলে’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। সিনেমাটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রিদওয়ান সিদ্দিকী। অন্যান্য চরিত্রে আছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম, তাহমিনা অথৈ প্রমুখ।