ফের ফ্লপ অক্ষয় কুমার

একটানা ফ্লপের তকমা ঘুচিয়ে ‘ওএমজি ২’ দিয়ে দর্শকদের ভালোবাসায় ভাসেছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। গেল ১১ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর সিনেমা ‘ওএমজি ২’।
এরপর ফের আবার ফ্লপ অক্ষয় কুমার। ‘মিশন রানিগঞ্জ’ বক্স অফিসে হতাশই করেছে খিলাড়ি-ভক্তদের। রানিগঞ্জের এক কয়লা খনিতে ভূগর্ভস্থ জল ঢুকে এসে আটকে পড়েছিলেন বহু শ্রমিক। তাঁদের প্রাণ বাঁচিয়েছিল সেই সময় মাইন ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিল। সেই গল্পে সিনেমা করেছেন অক্ষয় কুমার। পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই।
হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ‘মিশন রানিগঞ্জ’ বক্স অফিসে ১০০ কোটির ঘর পেরনো নিয়েই সন্দেহ দেখা দিচ্ছে। তিন দিনে মাত্র ১২. ১৫ কোটি রুপী আয় করেছে অক্ষয়ের এই সিনেমা।
যদিও ‘মিশন রানিগঞ্জ’ বক্স অফিসে ধীর গতি নিয়ে দমতে রাজি নন অক্ষয়। বরং জানিয়েছেন, ‘ছবি কেমন ব্যবসা করল সেটা নিয়ে চাপ নেওয়া উচিত নয়। যে ছবি করলে বক্স অফিসে ভালো চলবে আমি সেই ধরনের ছবিও করতে পারি। কিন্তু আমি খুশি যে আমি এমন ছবি করছি যা সমাজে পরিবর্তন আনবে।’