নির্মাতা সোহানুর রহমান সোহানের স্মৃতিচারণ করে যা বললেন তারকারা

‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাসায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর মৃত্যুতে আরও একজন অভিভাবক হারাল বাংলাদেশে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। তাই তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে শোক জানিয়েছেন অভিনয়শিল্পী, পরিচালক-প্রযোজকসহ সংশ্লিষ্টরা।
নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘সোহান সাহেবকে আল্লাহ জান্নাত নসিব করুন। ১৬ ঘণ্টার ডিফারেন্সে দুইজনের মৃত্যু চিন্তাও করা যায় না। আল্লাহ তাদের মাফ করুন। অনেক বড় মাপের পরিচালক ছিলেন, আমার সৌভাগ্য তার দুইটি সিনেমা করেছিলাম।’
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান সোহানুর রহমান সোহানের স্মৃতিচারণ করে লেখেন, ‘এই তো কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ (বুধবার) সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম! জানলাম, ভাবীর মৃত্যুর একদিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।’
শাকিব আরও লেখেন, ‘আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া। সত্যি কথা বলতে, তাঁর সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবী এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।’
এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। গতকালকে ওনার স্ত্রী আর আজকে উনি চলে গেলেন। একইভাবে দেশবরেণ্য চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ভাইকে হারাব কোনদিন কল্পনাও করিনি। কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তায়ালা তাঁর সমস্ত জাগতিক ভুল ত্রুটি ক্ষমা করে দিন। তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’
ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর লেখেন, ‘গুণী চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই। গতকাল তাঁর সহধর্মিণী মারা গেছেন। ২৪ ঘণ্টার ব্যবধানে আজ চলে গেলেন তিনি। শোক ও শ্রদ্ধা। জীবন খুবই অদ্ভুত।’
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, ‘কী অদ্ভুত জীবন মৃত্যুর খেলা! স্ত্রী বিয়োগের চব্বিশ ঘণ্টা না পেরোতেই পরপারে চলে গেলেন সবার প্রিয় পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি, সোহানুর রহমান সোহান স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মহান মালিক তার আত্মাকে শান্তি প্রদান করুন। আমিন।’
চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন লিখেছেন, ‘আমার চলচ্চিত্রের শিক্ষক বরেণ্য নির্মাতা সোহানুর রহমান সোহান স্যার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।’
চলচ্চিত্র পরিচালক দীপঙ্কর দীপন সোহানুর রহমান সোহানের স্মৃতিচারণ লেখেন, ‘আমার বলার কোনো ভাষা নাই। আমি অভিভাবক হারালাম। সোহান ভাই আমার আশ্রয় ছিলেন।’
এ ছাড়াও এক সময়ের চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, শাবনূর, চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, পূজা চেরী, তমা মির্জা, সাদিয়া মির্জা, চিত্রনায়ক আরিফিন শুভ, চিত্রনায়ক ইমন, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী ইয়ামিন হক ববি, বিজরী বরকতুল্লাহ, মনিরা আক্তার মিঠু, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, শাহেদ আলী, রওনক হাসান, জামিল হোসাইন, সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নী, সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুলসহ অনেকেই তাঁর মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন।