নাদের চৌধুরী : নেতা এবং অভিনেতা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় অভিনেতা নাদের চৌধুরী। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র সবক্ষেত্রেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এবার রাজনীতির ময়দানেও ভোটারদের মন জিতে নিতে চান।
২৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরের পর বাংলা চলচ্চিত্রের প্রাণকেন্দ্র এফডিসিতে প্রচারণা চালান নাদের চৌধুরী। শিল্পী এবং কলাকুশলীদের সাথে কথা বলেন। নিজের পক্ষে ভোটা চান। সেই প্রচারণার সময়েই কথা বলেন এনটিভি অনলাইনের সাথে। জানান নির্বাচিত হলে চলচ্চিত্রশিল্পের উন্নয়নে নিজের পরিকল্পনার কথা।
সিটি কপোরেশনের পক্ষ থেকে এফডিসির উন্নয়নের উদ্যোগ নিতে চান এই মেয়রপ্রার্থী। কথা প্রসঙ্গে বলেন, ‘বর্তমান সরকারও এফডিসিকে আধুনিকায়ন করছে, আমি সরকারকে বলব আগে সিনেমাগুলোকে ডিজিটাল করতে হবে। আমার একটা ইচ্ছা আছে যে এফডিসিতে একটা কমপ্লেক্স করতে চাই, যেখানে শপিংমল থাকবে, সিনেমা হল থাকবে, হোটেল থাকবে। কাকরাইলে সিনেমার সব অফিসগুলো এখানে নিয়ে আসা যায়। এ থেকে যে আয় হবে সেই টাকা দিয়ে সারা বছরই এফডিসি চলতে পারে।’
শিল্পীদের নিয়ে চিন্তাভাবনার বিষয়ে জানতে চাইলে নাদের চৌধুরী বলেন, ‘এখন আমরা বলছি শিল্পী সংকট, একসময় নতুন মুখের সন্ধানে প্রজেক্ট থেকে যারা এসেছিল তারা শুধু জনপ্রিয়ই হয়নি একসময় তারা এফডিসি নিয়ন্ত্রণ করেছে। এই প্রতিযোগিতাগুলো আমি আবার চালু করতে চাই।’
নাদের চৌধুরী আরো বলেন, ‘সবার আগে আমি এফডিসির নিরাপত্তা বাড়াতে চাই যাতে, বাইরের কেউ এসে এখানে কোনো সমস্যার সৃষ্টি না করতে পারে। মেকআপ আর্টিস্ট বা সহ-শিল্পীরা গাছের নিচে বসে থাকেন, তাঁদের বসার ব্যবস্থা করতে চাই। এখানে খাবারের ভালো কোনো ব্যবস্থা নেই, সেদিকেও নজর দিতে চাই।’
অভিনয় ছেড়ে হঠাৎ রাজনীতিতে কেন-এমন প্রশ্নের জবাবে নাদের চৌধুরী বলেন, ‘আমি হঠ্যাৎ করে রাজনীতিতে আসিনি। অভিনয় আমার পেশা আর রাজনীতিতে আমি সব সময়ই ছিলাম। ছাত্রজীবন থেকেই আমি রাজনীতি করি। একসময় জাসদ ছাত্রলীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। নব্বইয়ের আন্দোলনে নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, আমি জাসদের সংস্কৃতিবিষয়ক সম্পাদক। রাজনীতি বাদ দিয়ে কখনোই কিছু করিনি।’
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত নাদের চৌধুরী ময়ূর মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।