হাসপাতালে সারা রাত রণবীরের পাশে দীপিকা
বলিউডে এখন যেন প্রেমের মৌসুম। আর ভালোবাসার বহিঃপ্রকাশে কুণ্ঠা বা দ্বিধা করছেন না কেউই। কাঁধের অপারেশনের আগ দিয়ে অপারেশন থিয়েটার থেকে এক খ্যাপাটে টুইট করেছিলেন রণবীর সিং। তবে অপারেশনটা তো সিরিয়াসই ছিল। এক বিশেষ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, সারা রাত হাসপাতালে রণবীরের পাশেই ছিলেন তাঁর ‘প্রেমিকা’ দীপিকা পাড়ুকোন!
এনডিটিভির এই সূত্রের বক্তব্য, ‘দীপিকা শনিবার রাত ৯টার দিকে হাসপাতালে এসে পৌঁছান। সারা রাতই রণবীরের পাশে ছিলেন তিনি। পরদিন রোববার বেলা সাড়ে ১২টার সময় রণবীরকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়। এ সময় রণবীর মা-বাবার সাথে বের হন এবং আলোকচিত্রীদের ছবি তোলার জন্য পোজ দেন। এ সময়ই সাংবাদিকদের এড়াতে পেছনের দরজা দিয়ে দ্রুত বেরিয়ে যান দীপিকা। হাসপাতালটি আবাসিক এলাকায় অবস্থিত হওয়ার কারণে চুপচাপ বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন দীপিকা।’
বাড়ি ফেরার পর টুইট করে সবাইকে নিজের শারীরিক অবস্থা সম্বন্ধে আশ্বস্ত করেন রণবীর। সাথে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
দুর্ঘটনার সঙ্গে রণবীরের অবশ্য আগে থেকেই ‘বেশ ভালো’ সম্পর্ক! এ কারণেই হাসপাতাল, চিকিৎসক কিংবা ছোটখাটো অপারেশন তাঁর কাছে নতুন কিছু নয়। এই দফা অপারেশন থিয়েটারে আগমনের কারণ সঞ্জয় লীলার ‘বাজিরাও মাস্তানি’। জয়পুরে এই ছবির শুটিং করতে গিয়ে ঘাড়ে বেশ ভালো চোট পেয়েছিলেন রণবীর। এটা গত মাসের ঘটনা। প্রথমে আমলে না নিলেও কয়েক দিন পর টের পান আঘাত বিশেষ সুবিধার নয়। এ কারণেই হিন্দুজা হাসপাতালে নিজেকে ছুরির নিচে সঁপে দেন রণবীর। অস্ত্রোপচারের পর পাক্কা তিন সপ্তাহ বিশ্রামের নির্দেশে বাঁধা পড়েছেন তিনি।
অসুস্থ রণবীরকে নিয়ে দীপিকা অবশ্য এই প্রথম উদ্বিগ্ন হয়েছেন তা কিন্তু নয়। ২০১৩ সালে রণবীর যখন ডেঙ্গু জ্বরে ভুগছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে তাঁর সাথে দেখা করেছিলেন দীপিকা।