চয়নিকা চৌধুরীর নাটকে তৌসিফ-নিশা

আসন্ন ঈদের নাটকের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এ সময়ের অভিনেতা তৌসিফ মাহবুব। প্রায় প্রতিদিন নাটকের শুটিং করছেন তিনি। সম্প্রতি চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘পুতুল মন প্রিয়মুখ’ নাটকে অভিনয় করেছেন তৌসিফ। নাটকটিতে তাঁর বিপরীতে আছেন লাক্স তারকা নিশা।
নতুন এই নাটক নিয়ে বেশ আশাবাদী তৌসিফ। তিনি বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে, আমি আমার প্রেমিকাকে হঠাৎ করে খুঁজে পাই না। একদিন রাস্তায় আমার প্রেমিকার মতো চেহারার একজনকে দেখতে পাই। তাকে অনুসরণ করে তার বাসা পর্যন্ত যাই। কিন্তু সে অস্বীকার করে সে আমার অপরিচিত। আমি খুব চিন্তায় পড়ে যাই। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।’
অন্যদিকে অভিনয়শিল্পী নিশা বলেন, ‘নাটকটিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করছি। একটি চরিত্রে আমি খুব ভদ্র-শান্ত ঘরের বউ, অন্য আরেকটি চরিত্রে আমি খুব চঞ্চল। দ্বৈত চরিত্রের শুটিং করা চ্যালেঞ্জিং। নাটকের একটি দৃশ্যে তৌসিফের সঙ্গে আমার মারামারি হয়। কয়েকটি শট এনজি হয়েছিল। তার পরও আমরা ক্লান্ত হয়নি। শটটা অনেক মজার ছিল। গল্পে নাটকীয়তা অনেক। দর্শক শুরুতে কোনোভাবে ধারণা করতে পারবেন না যে নাটকের শেষে কী হবে। কাজটি করে খুব ভালো লেগেছে।’
নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, “তৌসিফ অনেক ভদ্র একটি ছেলে। তৌসিফ সব সময় ভালো অভিনয় করার চেষ্টা করে। সময়জ্ঞানও ওর খুব ভালো। ‘পুতুল মন প্রিয়মুখ’ নাটকের গল্পে তৌসিফ ও নিশা খুব মানানসই। নিশাও যত্ন নিয়ে নাটকটিতে অভিনয় করেছে।”
এবারের ঈদে ‘পুতুল মন প্রিয়মুখ’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক চয়নিকা চৌধুরী।