ইউটিউবে ফাহিম ফয়সালের ‘নীলচে আকাশ’

ফাহিম ফয়সাল আশাবাদী নিজের গান নিয়ে। ছবি : ফেসবুক
কণ্ঠশিল্পী ও সুরকার ফাহিম ফয়সালের নতুন মিউজিক ভিডিও ‘নীলচে আকাশ’ কিছুদিন আগে মুক্তি পেয়েছে ইউটিউবে। চলতি মাসের ১০ তারিখে গানটি ইউটিউবে মুক্তি পায়।
জাহিদ আকবরের কথা ও সাজিদ সরকারের সংগীতে এ গানের সুর করেছেন ফাহিম ফয়সাল নিজেই। গানটিতে ফাহিম ফয়সালের সঙ্গে মডেল হিসেবে ছিলেন নবাগতা জাহরা নুর। ‘নীলচে আকাশ’ গানটি নেওয়া হয়েছে জি-সিরিজ/অগ্নিবীণা থেকে প্রকাশিত ফাহিম ফয়সালের ‘ভালোবাসার শেষ খেয়াল’ অ্যালবাম থেকে।
এই বিষয়ে গানটির শিল্পী ও সুরকার ফাহিম ফয়সাল জানান, তিনি একটি মৌলিক ও ভালো মানের মিউজিক ভিডিও দর্শক-শ্রোতাদের উপহার দিতে চেয়েছেন। এর ভিডিও নির্দেশনায় ছিলেন ইলান। গীতিকার জাহিদ আকবরকে তিনি ধন্যবাদ জানান।
ইউটিউবে গানটি শুনতে ক্লিক করু এই লিংকে—