সালমার ‘তুমি আসবা নাকি’ ইউটিউবে

সংগীতশিল্পী সালমা নিজস্ব শ্রুতিমধুর গায়কী দিয়ে সবার মন জয় করে নিয়েছেন অনেক আগেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দর্শক-শ্রোতাকে দিচ্ছেন নতুন নতুন গান উপহার। গতকাল শনিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে সালমার ‘তুমি আসবা নাকি’ গানের মিউজিক ভিডিও।
আসিফ ইকবালের কথায় গানটির সুর করেছেন আহমেদ রাজীব। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন জনপ্রিয় তারকা সুজানা জাফর ও আশফাক রানা। এ ছাড়া ভিডিওতে সংগীতশিল্পী সালমাকেও গান গাইতে দেখা যাবে। মিউজিক ভিডিওটির চিত্রধারণ ও ভাবনা চমৎকার হয়েছে বলে জানান সালমা।
সালমা আরো বলেন, ‘যুগের সঙ্গে সঙ্গে মিউজিক ভিডিওর চাহিদা বেড়েই চলেছে। তুমি আসবা নাকি গানের মিউজিক ভিডিওটি করে ভালো লেগেছে। সবাই দোয়া করবেন।’
অন্যদিকে মডেল সুজানা বলেন, ‘অনেকে ফোন করে প্রশংসা করেছেন। আমি ব্যক্তিগতভাবে খুব চেষ্টা করি আমার প্রতিটি মিউজিক ভিডিও যেন আলাদা হয়। আশা করছি, আগামীতেও ভিন্ন লুকে দর্শক আমাকে মিউজিক ভিডিওতে দেখতে পাবেন।’
পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘সালমা অসাধারণ গান করেন। ইউটিউবে মিউজিক ভিডিওটির ট্রেলার আমরা আগে প্রকাশ করেছিলাম। ফিডব্যাক ভালো ছিল। মডেল সুজানা ও রানার গেটআপে আছে নতুনত্ব। আমরা যত্ন নিয়ে কাজটা করেছি। এখন দেখা যাক, মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতা কীভাবে গ্রহণ করেন।’