সানি লিওনের বিরুদ্ধে শতকোটি রুপির মানহানি মামলা

পূজা মিশ্র।ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে ১০০ কোটি রুপি মানহানির মামলা করেছেন মডেল ও আইটেম গানের অভিনেত্রী পূজা মিশ্র। মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করা মামলায় তিনি দাবি করেছেন, সানির কারণে তাঁর সম্মানহানি হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাই হাইকোর্টের বিচারক নরেশ পাতিলের বেঞ্চে অভিযোগ করা হয়। তবে অভিযোগ দায়েরকারী সেখানে উপস্থিত ছিলেন না।
সানি লিওন ও পূজা মিশ্র দুজনই রিয়েলিটি শো বিগ বস ৫-এ অংশ নিয়েছেন। পূজার অনেক পরে সানি সেখানে যোগ দেন।
পূজার অভিযোগ, সানি সংবাদমাধ্যমের কাছে তাঁকে হেয় করে বক্তব্য দিয়েছেন। ঈর্ষা থেকেই সানি এই কাজ করেছেন বলে দাবি করেন তিনি। এই কারণে জনসাধারণের চোখে তিনি হেয়প্রতিপন্ন হয়েছেন। একই কারণে তাঁকে ৭০ লাখ রুপি সঞ্চয় ভেঙে চলতে হয়েছে।
জানা গেছে, হাইকোর্ট জুন পর্যন্ত বিষয়টি মুলতবি রেখেছেন।