ইউটিউবে শ্রাবন্তীর গান দেখেছি : শাকিব
প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন নায়ক শাকিব খান। ছবির নাম ‘শিকারী’। আজ সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে ছবিটির মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। সহশিল্পী শ্রাবন্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হবে বলে মনে করছেন তিনি।
এনটিভি অনলাইনকে শাকিব বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি যে ছবির এক্সচেঞ্জ নয়, কো-প্রোডাকশনের ছবি করার জন্য। তাতে করে দুই বাংলার ছবির বাজারই বড় হবে। কিন্তু এক দেশের ছবি আরেক দেশে বদল করলে আমাদের দেশের লস। কারণ, দেশে ডিশের মাধ্যমে কলকাতার সব শিল্পীই আমাদের পরিচিত। অথচ আমাদের কোনো টেলিভিশন চ্যানেল ভারতে দেখা যায় না। এ কারণে তারা আমাদের খুব বেশি চিনতে পারে না। এখন যদি তাদের ছবি আমাদের দেশের হলে চালানো হয়, তাহলে আমাদের দেশেরই ক্ষতি। কারণ, বাসায় বসে তাদের ছবি দেখছি, আবার সিনেমা হলে গিয়েও তাদের ছবি দেখব! এটা কিছুতেই হতে পারে না। বরং দুই দেশ মিলে যৌথভাবে প্রযোজনা করলে সেটা দুই দেশের জন্যই মঙ্গল হবে।’
যৌথ প্রযোজনায় নির্মিত এর আগের ছবিগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রসঙ্গটি জিজ্ঞাসা করলে এর জবাব দিয়েছেন শাকিব। তিনি নিজেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। নিজের দায়িত্বের কথাটিও মাথায় রেখেছেন ঢালিউডের প্রভাবশালী এই অভিনেতা, “কোনটা প্রতারণা আর কোনটা প্রতারণা নয়, সেটা বিচার করার জন্য ‘যৌথ প্রযোজনা প্রিভিউ কমিটি’ রয়েছে। তারাই এই বিষয়গুলোয় সঠিক সিদ্ধান্ত নেবে অবশ্যই। এখানে শিল্পী সমিতির সভাপতি হিসেবে আমার কিছু করার নেই। তবে বাংলাদেশের শিল্পী হিসেবে আমি লক্ষ্য রাখব যেন আমাদের শিল্পীরা অবহেলিত না হন। তা ছাড়া ছবিতে এরই মধ্যে বাংলাদেশের সমপরিমাণ শিল্পী নেওয়া হয়েছে। ছবির শুটিংও বাংলাদেশে হবে।”
এর আগের যৌথ প্রযোজনার ছবিগুলো দর্শকের সাড়া পায়নি, এই ছবির ক্ষেত্রে কী হতে পারে? এমন প্রশ্নের জবাবে শাকিব বললেন, ‘আসলে ভালো গল্প নিয়ে ছবি হলে দর্শক দেখবে। আর এই ছবির গল্পটা অনেক ভালো। আমি আশা করি, দর্শক ভালো একটা ছবি পাবে। এস কে মুভিজ আমার সঙ্গে ছবির গল্প নিয়ে বসেছিল। তাদের শুটিং প্ল্যান, মেকিংয়ের বিষয়ে আমার একটা আস্থা তৈরি হয়েছে যে তারা ভালো কিছুই করবে।’
সহশিল্পী শ্রাবন্তীর বিষয়ে আগে থেকেই বিস্তারিত মন্তব্য না করলেও ভালো কাজের আশা রাখছেন শাকিব, ‘এখনো তো কাজ শুরু করিনি। তাই মূল্যায়ন করাটা কঠিন। তার পরও বলব, সে ভালো শিল্পী, অনেক ভালো অভিনয় করে। কলকাতায় তার অনেক গ্রহণযোগ্যতা। তার সঙ্গে কাজ না করলেও ইউটিউবে তার গান ও অভিনয় দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। আমার ধারণা, কাজের অভিজ্ঞতাও ভালো লাগবে।’
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ প্রযোজিত এই ছবি পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেব। ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু। ছবিতে শাকিব খান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং কলকাতার রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমুখ।