ঢালিউড ২০১৫
বারো মাসে তেরো নায়িকা

বছরজুড়ে ঢাকাই চলচ্চিত্রে এসেছেন নবাগত নায়িকারা। একটি ছবিতে কাজ করেই শুধু বসে থাকেননি অনেকে, কেউ কেউ করে ফেলেছেন একাধিক ছবি। নবাগত এই নায়িকারা ইন্ডাস্ট্রিতে এসেছেন, সে জন্য নায়িকা সংকট কিছুটা কমেছে এ বছর। তবে নতুন নায়িকাদের অভিনয় প্রতিভা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট অনেকেই। তার পরও চলচ্চিত্র জগতের মানুষরা মনে করেন, এঁদের মধ্য থেকেই অনেকে কাজ শিখে সামনে এগিয়ে যাবেন। গত বারো মাসে ঢাকার চলচ্চিত্রে অভিষেক হওয়া তেরো নায়িকাকে নিয়ে এই বিশেষ আয়োজন।
অমৃতা খান
এ বছর বড় পর্দায় অভিষেক হয় নায়িকা অমৃতা খানের। তিনি তিনটি ছবি দিয়ে দর্শকের সামনে হাজির হন। প্রথম ছবি রয়েল-অনিক যুগল পরিচালকের ‘গেইম’, ছবিটি মুক্তি পায় ২ জানুয়ারি। এই ছবিতে নায়িকা অমৃতার বিপরীতে অভিনয় করেন মডেল ও অভিনেতা নিরব। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেন চাকারিয়া শৌখিন। ৩ এপ্রিল মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘পাগলা দিওয়ানা’। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন নায়ক শাহরিয়াজ। এ ছবির আরেক নায়িকা ছিলেন পরী মণি। ছবিতে তিনি দ্বিতীয় নায়িকা হিসেবে কাজ করেন। এ বছরেরই ১০ এপ্রিল মুক্তি পায় অমৃতার তৃতীয় ছবি ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’। ছবিটা পরিচালনা করেছেন ইস্পাহানি আরিফ জাহান। এতে অমৃতার বিপরীতে অভিনয় করেছেন নায়ক বাপ্পি। ছবির আরেক নায়িকা আঁচল আঁখি। এই ছবিতেও অমৃতা দ্বিতীয় নায়িকা হিসেবে কাজ করেন। এ ছাড়া এরই মধ্যে তিনি পরিচালক সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’ ছবির কাজ শেষ করেছেন।
পরী মণি
এ বছরের আলোচিত নায়িকা পরী মণির বড় পর্দয় অভিষেক হয় পরিচালক শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে। ছবিটি মুক্তি পায় গত ২৭ ফেব্রুয়ারি। এই ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেন দুই নায়ক আনিসুর রহমান মিলন ও জায়েদ খান। ৩ এপ্রিল মুক্তি পায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘পাগলা দিওয়ানা’। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন নায়ক শাহরিয়াজ। এ ছবির আরেক নায়িকা অমৃতা খান। এখানে পরী প্রধান নায়িকা হিসেবে কাজ করেন। ১৪ আগস্ট মুক্তি পায় নায়ক শাকিব খানের বিপরীতে অভিনীত ছবি ‘আরো ভালোবাসব তোমায়’। ছবিটি পরিচালনা করেছেন এস এ অলিক। পরের সপ্তাহে ২১ আগস্ট মুক্তি ‘লাভার নাম্বার ওয়ান’। এ ছবির মাধ্যমে পরী মণি ও বাপ্পি চৌধুরী প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে আসেন বড় পর্দায়। ছবিটি পরিচালনা করেছেন ফারুক ওমর। ২৩ আক্টোবর মুক্তি পায় ‘নগর মাস্তান’। রকিবুল আলম রাকিব পরিচালিত ‘নগর মাস্তান’ ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেন শাহরিয়াজ। ২০ নভেম্বর মুক্তি পায় তাঁর অভিনীত ‘মহুয়া সুন্দরী’, ছবিটি পরিচালনা করেছেন শামীম আরা নিপা। প্রথম বছরেই তিনি ছয়টি ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হন।
ফারজানা আক্তার রিক্ত
ফারজানা আক্তার রিক্ত পর্দায় আসেন ৬ মার্চ। চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম ছবি ‘কার্তুজ’-এর মাধ্যেমে তাঁর অভিষেক হয়। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন নায়ক সম্রাট। রাজলক্ষ্মীর ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন ছটকু আহমেদ।
তানিয়া বৃষ্টি
বড় পর্দায় বৃষ্টির অভিষেক হয় ১৫ মে, এদিন মুক্তি পায় আকরাম খান পরিচালিত ছবি ‘ঘাসফুল’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন কাজী আসিফ। ইমপ্রেস টেলিফিল্মের নতুন প্রকল্প বুটিকস সিনেমার আওতায় এবার নির্মিত হয়েছে এ চলচ্চিত্র। পরের ছবি ‘লাভার নাম্বার ওয়ান’ মুক্তি পায় ২১ আগস্ট। এ ছাড়া বৃষ্টি অভিনীত ‘ওয়াও বেবি ওয়াও’সহ বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
মৌসুমী হামিদ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদেরও বড় পর্দায় অভিষেক হয়েছে এ বছর। তাঁর অভিনীত পরিচালক সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ছবিটি মুক্তি পায় ৭ আগস্ট। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন নায়ক সাইমন সাদিক। এ ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে কাজ করেন মৌসুমী হামিদ। মৌসুমী হামিদের আরেকটি ছবি ‘ব্ল্যাকমেইল’ মুক্তি পায় ১৪ আগস্ট। পরিচালক অনন্য মামুনের পরিচালিত এই ছবিতে মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এ ছাড়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’, ‘মেন্টাল’ ও ‘শোধ-প্রতিশোধ’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
নুসরাত ফারিয়া
যৌথ প্রযোজনার ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নায়িকা নুসরাত ফারিয়ার। ছবির নাম ‘আশিকী’, পরিচালনা করেছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার পরিচালক অশোক পতি। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। ছবিতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেন কলকাতার নায়ক অঙ্কুশ। সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল পরিচালিত ‘হিরো ৪২০’ ছবিতেও অভিনয় করছেন ফারিয়া। তাঁর বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক ওম।
ইমু
২৮ আগস্ট মুক্তি পায় বিকিয়া মাসুদো পরিচালিক বছরের একমাত্র সায়েন্স ফিকশন ছবি ‘দ্য স্টোরি অব সামারা’। এই ছবিতে নায়িকা হিসেবে অভিষেক হন ইমু। তাঁর বিপরীতে অভিনয় করেন নায়ক আমান।
ছবিটি খুব ভালো ব্যবসা করতে না পারলেও দর্শকের মধ্যে এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে।
দীপালি
পরিচালক অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নায়িকা দীপালির। ছবিটি ২৮ আগস্ট মুক্তি পায়। এ ছাড়া তিনি বর্তমানে রয়েল বাবু পরিচালিত ‘বাজে ছেলে : দ্য লোফার’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছন।
চমক তারা
এ বছরের ৪ সেপ্টেম্বর মুক্তি পায় এ আর মুকুল নেত্রবাদি পরিচালিত ছবি ‘মা বাবা সন্তান’। এই ছবিতে অভিষেক হয় নায়িকা চমক তারার। তাঁর বিপরীতে অভিনয় করেন নবাগত নায়ক ফাহিম। এর পর অনেক ছবিতে তিনি যুক্ত হলেও কোনো ছবির শুটিং শুরু হয়নি।
রোমানা স্বর্ণা
১৬ অক্টোবর মুক্তি পায় ‘রানআউট’। এই ছবিতে অভিষেক হয় ছোট পর্দার পরিচিত মুখ রোমানা স্বর্ণার। ছবিটি পরিচালনা করেছেন তন্ময় তানসেন। ছবিতে স্বর্ণার বিপরীতে অভিনয় করেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা সজল। এর আগে তিনি একই পরিচালকের ‘পদ্ম পাতার জল’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া তিনি অভিনয় করেছিলেন অনিকেত আনাম পরিচালিত ‘আউট অব বক্স’ চলচ্চিত্রে। সিনেমাটি এখনো মুক্তি পায়নি।
আলিশা প্রধান
প্রয়াত খ্যাতিমান পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘অন্তরঙ্গ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আলিশা প্রধানের। ছবিটি মুক্তি পায় ৬ নভেম্বর। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন মডেল ও অভিনেতা ইমন। এ ছাড়া আলিশা প্রধান অভিনীত দুটি ছবি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ভুল যদি হয়’ নামে আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এ ছবিতে আলিশার বিপরীতে অভিনয় করেছেন ইমন। এ ছাড়া আলিশা অভিনীত ও এ জে রানা পরিচালিত ‘অজান্তে ভালোবাসা’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।
প্রিয়ন্তী
৬ নভেম্বর মুক্তি পায় মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘চুপি চুপি প্রেম’ ছবিটি। এই ছবির মাধ্যমে অভিষেক হয় নবাগতা প্রিয়ন্তীর। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।
মোহনা মোস্তফা মীম
গত ২৫ ডিসেম্বর মুক্তি পায় ‘লালচর’। এই ছবিতে নায়িকা হিসেবে অভিষেক হয় মোহনা মোস্তফা মীমের। ইমদাদুল হক মিলনের ‘নদী উপাখ্যান’ উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা নাদের খান। মোহনা মীমের বিপরীতে অভিনয় করেন অভিনেতা আনিসুর রহমান মিলন।