আগামী বছরের প্রথম ছবি ‘মাটির পরী’

নতুন বছরের প্রথম দিনই মুক্তি পাচ্ছে সায়মন তারিক পরিচালিত চলচ্চিত্র ‘মাটির পরী’। ছবিটিতে অভিনয় করেছেন সাইমন ও মৌমিতা। এর আগে এই জুটির ‘তুই শুধু আমার’ ছবি মুক্তি পেয়েছিল।
নতুন বছরের প্রথম চলচ্চিত্র নিয়ে কী ভাবছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা? চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা প্রত্যাশায় আছি আগামী বছর ভালো যাবে। সবাই তো আশা নিয়ে বেঁচে থাকে। আমরাও সিনেমা হল বাঁচিয়ে রেখেছি আর আশা করছি বাংলাদেশের ছবি আবারও ঘুরে দাঁড়াবে। বছরের প্রথম দিন যে ছবিটা মুক্তি পাচ্ছে সেই ছবির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, কারণ নতুন বছরের প্রথম দিন ছবিটি মুক্তি পাচ্ছে এতে আমরা বুঝতে পারব আমাদের বছরের বাকি সময়টা কেমন যাবে।
‘মাটির পরী’ ছবিটি সম্পর্কে নায়িকা মৌমিতা মৌ এনটিভি অনলাইনকে বলেন, ‘চলচ্চিত্রকে ভালোবাসি অভিনয়কে ভালোবাসি বলে কাজ করে যাচ্ছি। অনেক স্বপ্ন নিয়ে এখানে কাজ করছি। এরই মধ্যে অনেক ছবিতে কাজের জন্য যুক্ত হওয়ায় নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ছে। মনে হচ্ছে অবশ্যই আমি চলচ্চিত্রের জন্য পারফেক্ট। না হলে আমাকে পরিচালকরা নিচ্ছেন কেন? আমি না হয় নতুন কাজ করতে এসেছি কিন্তু যাঁদের ছবিতে কাজ করছি তাঁরা সবাই তো অনেক পুরোনো ও স্বনামধন্য পরিচালক।’
মৌমিতা মৌ আরো বলেন, ‘আমরা শিল্পীরা হচ্ছি কাঁদা মাটি, পরিচালক স্যাররা আমাদের কাছ থেকে অভিনয়টা আদায় করে নেবেন। একজন পরিচালকের সাথে কাজ করলাম মানে নতুন দশটা বিষয় শিখলাম। যেহেতু আমি নাচ জানি, ফাইট জানি তাই পরিচালকদের চাহিদামতো কাজ করতে পারছি। শট দেওয়ার পর পরিচালক স্যাররা বাহবা দেন। তার মানে আমার কাছে পরিচালক যা চেয়েছেন আমি তা দিতে পেরেছি। এখন হলে দর্শক কীভাবে ছবিটা নেবে সেটা বোঝার ক্ষমতা তো আমার নেই। আমার কথা হচ্ছে আমি একবার না পারলে দশবার টেক দেব। আমার অভিনয় না হলে আপনারা বলুন কীভাবে করলে আরো ভালো হবে।’
বছরের প্রথম দিনেই ছবির মুক্তির বিষয়ে মৌমিতা বলেন, ‘সায়মন তারিক স্যার এফডিসির স্বনাম ধন্য পরিচালক। ছবিতে আমার নায়ক সাইমন ভাই। তার সঙ্গে আগেও একটি ছবিতে কাজ করেছি। আমাদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো। দর্শকদের বলব আপনার হলে এসে ছবি দেখুন। আসুন আমরা সবাই মিলে চলচ্চিত্রের ভালো দিন ফিরিয়ে দেই।’
এই প্রসঙ্গে চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, “বছরের প্রথম দিনই আসছে ‘মাটির পরী’। ছবিটা খুব ভালো হয়েছে। ছবিতে দেখা যাবে যে আমি একটা মেয়ের সঙ্গে প্রেম করতে চাই কিন্তু মেয়েটি আমাকে পাত্তা দেয় না। তাকে দেখানোর জন্য আমি অন্য একটা মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করি এবং এটা দেখে ওই মেয়েটি আমার প্রতি দুর্বল হতে থাকে। আসলে পুরো ছবিটাই কৈশোর জীবনের নানা ঘটনা নিয়ে। ছবিটা দেখে দর্শকরা মজা পাবেন।’
মাল্টিমিডিয়া প্রোডাকশন প্রযোজিত এই ছবির গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুদীপ কুমার দীপ ও এ মিজান। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, সুব্রত, বনশ্রী, রেবেকা, মুক্তা হাসান, শিশির। এ ছাড়া ছবির আইটেম গানে পারফর্ম করেছেন বিপাশা কবির।