দিতির পরিস্থিতি আশঙ্কাজনক, দোয়া চেয়েছে পরিবার

দ্বিতীয় দফায় চিকিৎসার জন্য অভিনেত্রী দিতিকে গত নভেম্বরের শুরুর দিকে ভারতে নেওয়া হয়েছিল। এ সময় পুনরায় অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত অবস্থায় ছিলেন তিনি। সম্প্রতি তাঁর শারীরিক পরিস্থিতির আবারো অবনতি ঘটেছে। এ অবস্থায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর মেয়ে লামিয়া চৌধুরী। ফেসবুক স্ট্যাটাসে লামিয়া জানান, দিতির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী এ বিষয়ে এনটিভি অনলাইনকে জানিয়েছেন, তিনি লামিয়ার সঙ্গে কথা বলেছেন। দিতির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তিনি সবাইকে এই বরেণ্য অভিনেত্রীর জন্য প্রার্থনা করতে বলেন।
চয়নিকা চৌধুরী যোগ করেন, ‘দিতি আপার জন্য আমার খুবই খারাপ লাগছে। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। তাঁর এ পরিস্থিতি আমি কোনোমতেই মেনে নিতে পারছি না।’
এদিকে, দিতির মেয়ে লামিয়া চৌধুরী গতকাল ফেসবুকে এক সুদীর্ঘ স্ট্যাটাসে বিভ্রান্তিকর সংবাদ না ছড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান। বেশ কিছু সংবাদমাধ্যমে এ রকম খবর এসেছে যে দিতির তৃতীয়বারের মতো অস্ত্রোপচার করা হবে। কিন্তু সংবাদটি প্রকৃতপক্ষে সঠিক নয়।
লামিয়ার স্ট্যাটাস থেকে জানা গেছে, প্রাথমিকভাবে বলা হয়েছিল যে তৃতীয়বারের মতো হয়তো বা দিতির অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে। কিন্তু চিকিৎসকরা বলে দিয়েছেন, এখন আর অস্ত্রোপচারের কোনো দরকার নেই। কিছু সংবাদমাধ্যমে এভাবে লেখা হয়েছে যে, ‘তৃতীয়বার দিতির অস্ত্রোপচার করা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত’। এই বিষয়টিকে ‘প্রকৃত পরিস্থিতির একেবারেই বাইরে’ বলে উল্লেখ করা হয়েছে লামিয়ার স্ট্যাটাসে। এ পরিস্থিতিতে সবার কাছ থেকে সমর্থন এবং প্রার্থনা চেয়েছেন লামিয়া।
চলতি বছরের মাঝামাঝি সময়ে দিতি ব্রেইন টিউমারে আক্রান্ত হন। এর পর তাঁকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয়। গত ২৯ জুলাই চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে তাঁর অস্ত্রোপচার করা হয় এবং সেটি সফল হয়। ২০ সেপ্টেম্বর ঢাকায় ফিরলেও মাস না গড়াতেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।