মাকে নিয়ে হাবিবের মজার পোস্ট

ভিন্ন ধারার কথা ও সুর দিয়ে সংগীত অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা পান হাবিব ওয়াহিদ। বাংলা লোকগীতির সঙ্গে শহুরে বিটের সংযোজন (ফিউশন) করে শ্রোতাদের নতুন এক ধারার সঙ্গে পরিচয় করিয়ে দেন হাবিব। জনপ্রিয় সব লোকগানকে নতুনভাবে গেয়ে বাংলা সংগীতাঙ্গনে অবস্থান গড়ে তোলেন হাবিব।
ব্যতিক্রম কাজ করে অভ্যস্থ হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমেও কিছুটা অন্যরকম। কখনো মেঘদলের কাছাকাছি গিয়ে ছবি তুলতে দেখা যায়। কখনো আবার সুনশান রেললাইনের পাশে আনমনে বসে থাকতে দেখা যায় তাঁকে। এবার নিজের মায়ের ছবির সঙ্গে দারুণ মিষ্টি এক ক্যাপশন দিয়ে আলোচনায় এসেছেন হাবিব।
আজ শনিবার সকালে দেওয়া ওই পোস্টে হাবিব লেখেন, ‘এই ছবিটিতে যাঁকে দেখছেন উনাকে জনাব ফেরদৌস ওয়াহিদ একদিন এক ঘরোয়া অনুষ্ঠানে দেখেন এবং তার কিছুদিন পরই উনাকে প্রপোস করে বসেন! এবং তার ফলেই আজকে হাবিব ওয়াহিদ এই পোস্টটি করতে পারলেন! কী বুঝলেন??’
হাবিবের মিষ্টি এই পোস্টের তাৎপর্য বুঝতে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি ভক্তকূলের। ছবিতে থাকা ওই নারী যে জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদের মা, তা বুঝে ফেলেন ভক্তরা। মন্তব্যের ঘরে তাঁরা তার প্রমাণও দেন। একজন ভক্ত লেখেন, ‘মাকে পরিচয় করিয়ে দেওয়ার বেশ ভালো বুদ্ধি।’ অপর এক নেটিজেন লেখেন, ‘উনি হচ্ছেন সেই রত্নগর্ভা, যার জন্য আজ আমরা আমাদের বসকে পেয়েছি। শ্রদ্ধা ও ভালোবাসা মায়ের জন্য।’
হাবিব ওয়াহিদের করা দারুণ ওই পোষ্ট এরই মধ্যে ১০ হাজারেরও বেশি লাইক সংগ্রহ করেছে। এর মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জমা পড়েছে ৫০০টিরও বেশি।
২০০৪ সালে ‘মায়া’ অ্যালবাম নিয়ে হাবিব এসেছিলেন বাংলাদেশি সংগীতাঙ্গনে নতুন আশার সঞ্চার ঘটিয়ে। হাবিব ওয়াহিদের হাত ধরে দেশীয় সংগীতের এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। অডিও অ্যালবাম, প্লেব্যাক ও ভিডিও মাধ্যম মিলিয়ে জনপ্রিয়তা পেয়েছে তাঁর অসংখ্য গান। শুধু তাই নয়, হাবিবের হাত ধরে তৈরি হয়েছেন এ সময়ের বেশ কয়েকজন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক।
হাবিবের সুর আয়োজনে বেশ কিছু চলচ্চিত্রের গানও জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তিনি নতুন করে বেশ কিছু ছবির গানের কাজ করছেন। হাবিবের আরেক পরিচয় তিনি প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে।