প্রাইস ট্যাগসহ ওড়না পরলেন জাহ্নবী (ভিডিওসহ)

একে তো কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে তিনি, অন্যদিকে ক্যারিয়ারের শুরুতেই দেখিয়েছেন চমক। বি-টাউনে অনেক দিন রাজত্ব করতে এসেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর, এমন মতামত অনেকের। তাই আলোচিত এই অভিনেত্রী যেখানেই যাচ্ছেন, পাপারাজ্জিদের ক্যামেরা তাঁকে অনুসরণ করে চলেছে। আর এবার অদ্ভুত এক কাণ্ডের কারণে ক্যামেরাবন্দি হলেন জাহ্নবী।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টামসের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি জাহ্নবী কাপুর প্রাইস ট্যাগসহ (মূল্য লেখা) ওড়না পরে জনসমক্ষে আসেন। আর সে ভিডিও অন্তর্জালে প্রকাশ হতেই নেটিজেনদের বিদ্রুপের শিকার হন জাহ্নবী।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিওতে উজ্জ্বল হলুদ রঙের সালোয়ার-কামিজ ও ওড়না পরিহিত জাহ্নবীকে দেখা যায়। ক্যামেরার দিকে হাসি দিয়ে ও হাত নাড়িয়ে গাড়ির দিকে হেঁটে যান তিনি। কিন্তু গাড়িতে ওঠার আগমুহূর্তে তাঁর ওড়নায় থাকা প্রাইস ট্যাগ ক্যামেরাতে ধরা পড়ে।
ভিডিওটি এরই মধ্যে ৭৬ হাজারেরও বেশিবার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে সাত হাজারেরও বেশি। মন্তব্যের ঘরেও বেশ মজা করেছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘বেচারি তাড়াহুড়ো করতে গিয়ে ট্যাগ খুলতে ভুলে গেছে।’ আরেকজন লেখেন, ‘জাহ্নবী, ওড়না থেকে প্রাইস ট্যাগ খুলে নিন।’
জাহ্নবী কাপুরের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। এর মধ্যে ‘কারগিল গার্ল’, ‘তাখত’ ও ‘দোস্তানা টু’ অন্যতম।