Beta

ঠোঁটে মিশে গেল ঠোঁট, বাগদান হলো বলিউড অভিনেত্রীর

১০ অক্টোবর ২০১৯, ০৯:৫৮

অনলাইন ডেস্ক
স্বামীর সঙ্গে চুম্বনরত ইভলিন। ছবি : সংগৃহীত

দন্ত চিকিৎসক তুশান ভিন্ডির সঙ্গে বলিউড অভিনেত্রী ইভলিন শর্মার বন্ধুত্ব দীর্ঘদিনের। তাঁদের বিয়ের ব্যাপারটি তাই অনুমেয় ছিল অনেকের কাছে। সব গুঞ্জনকে সত্যি প্রমাণিত করে বেশ রোমান্টিকভাবে শেষমেশ বাগদান পর্ব সেরেছেন এই জুটি।

সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, অস্ট্রেলিয়ার দন্ত চিকিৎসক তুশানকে বিয়ে করতে সিডনি শহরকে বেছে নেন ইভলিন। সিডনির নীল সমুদ্রে ইয়টে ভেসে বাগদান সম্পন্ন করেন তাঁরা।

ইভলিন-তুশানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। ছবিতে তাঁদের সমুদ্রের মাঝে ভেসে ভেড়ানো অবস্থায় পরস্পরের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা যায়। ছবিটি শেয়ার করেন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ খ্যাত অভিনেত্রী ইভলিন। এটি এরই মধ্যে এক লাখ ৪৮ হাজারেরও বেশি লাইক সংগ্রহ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুসারীরা এই নবদম্পতিকে শুভেচ্ছা জানান। একজন লেখেন, ‘অনেক অনেক অভিনন্দন।’ আরেক নেটিজেন লেখেন, ‘অনেকগুলো হৃদয় আজ ভেঙে গেল। তোমাদের শুভেচ্ছা।’

ইভলিনকে সম্প্রতি প্রভাস-শ্রদ্ধা কাপুর অভিনীত ‘সাহো’ ছবিতে দেখা গিয়েছিল।

Advertisement