যে বলিউড তারকার বাড়িতে থাকতেন রানু

টেলিভিশন, পত্রিকা, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম—মোটকথা সর্বত্র এখন আলোচনার তুঙ্গে রানু মণ্ডল। অভাবনীয় প্রতিভার সঙ্গে সৌভাগ্যের স্পর্শ তাঁকে পৌঁছে দিয়েছে স্বপ্নসিঁড়িতে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি নবভারত টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন রানু মণ্ডল। সেখানে এ গায়িকা জানান, বলিউডের জনপ্রিয় পরিচালক, অভিনেতা ফিরোজ খানের বাড়িতে থাকতেন তিনি।
পরিচারিকা হিসেবে ফিরোজ খানের ছেলে ফারদিন খান ও সঞ্জয় খানের ঘর দেখাশোনার দায়িত্ব ছিল রানুর ওপর। ঘর পরিষ্কার, খাবার পরিবেশনসহ গৃহস্থালির যাবতীয় কাজ করে অভ্যস্ত ছিলেন তিনি। আচমকা রানুর এ স্বীকারোক্তিতে অনেকেই চমকে গেছেন।
রেলস্টেশনের ভবঘুরে ভিক্ষুক ছিলেন রানু। যাঁকে কেউ একসময় পাত্তাও দেননি, আজ তিনি বড় তারকা। রাতারাতি বদলে গেছে রানু মণ্ডলের জীবন। স্টেশনের গায়িকা থেকে সোজা জাতীয় পর্যায়ের গায়িকা। রানু মণ্ডলকে এখন ভারতবাসী তো বটেই, উপমহাদেশের অসংখ্য মানুষ চেনেন।
একের পর এক সুখবর আসছে রানুর জীবনে। মেয়েরা বিয়ের পর মাকে একা রেখে চলে গিয়েছিল। সেই রানু মণ্ডলের গাওয়া ‘এক পেয়ার কা নাগমা’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর খুলে যায় ভাগ্য। রাতারাতি তারকা বনে যান স্টেশনের রানু। এর পরই মেয়েরা ফিরে এসেছে তাঁর কাছে। প্রথমবারের মতো গেয়েছেন মঞ্চে। কলকাতায় তাঁকে দিয়ে গাওয়ানো হয়েছে দুর্গাপূজার থিং সং।
ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি কাহানি’র পর এবার ‘আদত’ নামে আরো একটি গান রেকর্ড করেছেন রানু মণ্ডল।