বলিউডে ৩১ বছর পূর্ণ করলেন সালমান খান

বলিউডের সফল অভিনেতার তালিকা করলে সুপারস্টার সালমান খানের নাম প্রথম দিকেই থাকবে। তাঁর সিনেমা মানেই যেন বক্স অফিসে তোলপাড়। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সা’ সিনেমাতে সহযোগী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সালমান। পাদপ্রদীপের আলোয় আসতে খুব একটা সময় নেননি সুদর্শন সালমান। অনবদ্য অভিনয়দক্ষতা তাঁকে নিয়ে যায় খ্যাতির চূড়ায়।
বলিউডে সালমান একের পর এক উপহার দিয়েছেন সাড়াজাগানো সিনেমা। রোমান্টিক, হাস্যরসাত্মক, অ্যাকশন বা শুধুই বিনোদন, যেকোনো চরিত্রে সালমান থাকা মানেই সিনেমা সুপারহিট।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি বলিউডে পা রাখার ৩১ বছর পূর্ণ করলেন সালমান খান। এ উপলক্ষে টুইটার অ্যাকাউন্টে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের ভাইজান।
A bigg thank u to the Indian film industry n to every 1 who has been a part of this 31 year journey specially all my fans and well wishers who have made this amazing journey possible . . pic.twitter.com/w4XJ31FNT1
— Salman Khan (@BeingSalmanKhan) August 27, 2019
সালমান লেখেন, ‘ভারতীয় চলচ্চিত্রশিল্পকে অনেক ধন্যবাদ। ৩১ বছরের এই পথচলায় যাঁরা অংশীদার হয়েছেন, বিশেষত আমার ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাই, যাঁরা আশ্চর্যজনক এই পথচলাকে সম্ভব করেছেন।’
ভাইজানের এ পোস্ট মুহূর্তেই সাড়া ফেলে তাঁর ভক্তদের মাঝে। তাঁকে শুভেচ্ছা জানানোর সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই। এ ছাড়া টুইটটি লাইক পেয়েছে ৬২ হাজারেরও বেশি।
সুপারস্টার সালমান খান এখন ব্যস্ত সময় পার করছেন তাঁর আসন্ন চলচ্চিত্র ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে। এতে তাঁর বিপরীতে রয়েছেন তারকা অভিনেত্রী সোনাক্ষি সিনহা। ভারতের মধ্যপ্রদেশে এই ছবির শুটিং শুরু হয়। এখন এ ছবির শুটিং চলছে রাজস্থানে।
আরবাজ খান প্রযোজিত ও প্রভুদেবা পরিচালিত ‘দাবাং থ্রি’ ছবিতে আরো রয়েছেন সোনু সুদ ও প্রমোদ খান্না। চলতি বছরের ২০ ডিসেম্বর বড়পর্দায় উঠবে ছবিটি।