তিন মহাদেশের চার চলচ্চিত্র উৎসবে ‘সুতপার ঠিকানা’

সরকারি অনুদান সহায়তায় নির্মিত প্রসূন রহমানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’ মুক্তি পেয়েছে গত মে মাসে। সিনেপ্লেক্স ছাড়াও চলচ্চিত্রটি বিকল্প পদ্ধতিতে প্রদর্শন হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালগুলোতে। ছবিটি ডিসেম্বরে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে মালয়েশিয়ার চারটি সিনেপ্লেক্সে। এরই মধ্যে ইন্দোনেশিয়ার ‘ফিল্ম ফেস্টিভাল ফর পিস অ্যান্ড ইক্যুয়ালিটি’তে জিতেছে ‘ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অব মেরিট’ পুরস্কার। প্রদর্শিত হয়েছে যুক্তরাষ্ট্রের মায়ামি ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালে। সামনে অংশ নিতে যাচ্ছে ৩ মহাদেশের আরো চারটি চলচ্চিত্র উৎসবে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য চতুর্থ দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড সিনেমা বিভাগে প্রদর্শিত হবে সুতপার ঠিকানা। উৎসবে নির্মাতার পক্ষ থেকে অংশগ্রহণ করবেন সুতপার ঠিকানার চিত্রগ্রাহক- বায়েজীদ কামাল। একই সময়ে স্পেনের মার্বেলায় অনুষ্ঠিতব্য ‘আই ফিল্মমেকার্স ফিল্ম ফেস্টিভালে’ও প্রদর্শিত হবে সুতপার ঠিকানা। সেখানে অংশগ্রহণ করবেন- সুতপার ঠিকানার সংগীত পরিচালক কুমার বিশ্বজিৎ ও শিশুশিল্পী কুমার নিবিড়। এ মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সুতপার ঠিকানা প্রদর্শিত হবে ‘ফিনিক্স ফিল্ম ফেস্টিভালে’। আর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইতালির ‘লুমিয়ের ফিল্ম ফেস্টিভালে’ সুতপার ঠিকানা লড়বে প্রতিযোগিতা বিভাগে। এ ছাড়া আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালেও ছবিটি এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শিত হবে।
উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে চলচ্চিত্রটির নির্মাতা প্রসূন রহমান জানান, ‘অনুদানের চলচ্চিত্রের ক্ষেত্রে উৎসবে অংশগ্রহণের চেয়ে দেশের মানুষকে দেখানোর ব্যাপারেই আমার আগ্রহ বেশি। তবে কোনো উৎসবের প্রতিযোগিতা বিভাগে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকলে সেখানে নিশ্চয়ই যোগ দেওয়া যেতে পারে।’