তিন দিনে আয় ৭০ কোটি

সমালোচনা, প্রশংসা দুই-ই জুটছে। এসবের মধ্যেই বলিউড তারকা শহিদ কাপুরের সাম্প্রতিক সিনেমা ‘কবির সিং’ বক্স অফিসে ঝড় তুলছে। আপাতত থামার লক্ষণ নেই।
২০১৭ সালে তেলেগু তারকা বিজয় দেবেরাকোন্ডার ‘অর্জুন রেড্ডি’ বক্স অফিসে ঝড় তুলেছিল। একই সিনেমার হিন্দি রিমেক, শহিদ কাপুর ও কিয়ারা আদভানি অভিনীত ‘কবির সিং’ এবার বক্স অফিসে তুফান ছোটাচ্ছে। দুই সিনেমারই পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গা। এ রোমান্টিক ড্রামা প্রথম সপ্তাহান্তে আয় করেছে প্রায় ৭০ কোটি রুপি।
বক্স অফিস ইন্ডিয়ার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানিয়েছে, গতকাল (রোববার) সাপ্তাহিক ছুটির দিনে ‘কবির সিং’ প্রায় ২৫ কোটি রুপি সংগ্রহ করেছে। সেই হিসাবে তিন দিনে মোট সংগ্রহ ৬৮ কোটি রুপির বেশি।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানান, প্রথম দিনে এ সিনেমার সংগ্রহ ২০.২১ লাখ রুপি। দ্বিতীয় দিনে সংগ্রহ ২২.৭১ কোটি রুপি। দুই দিনে সংগ্রহ দাঁড়ায় ৪২.৯২ কোটি রুপি।
#KabirSingh is unstoppable and unshakeable... Continues its heroic run on Day 2... Scores big numbers, despite #INDvAFG #CWC19 cricket match... Eyes ₹ 70 cr [+/-] weekend... Fantastic trending PAN India... Fri 20.21 cr, Sat 22.71 cr. Total: ₹ 42.92 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) June 23, 2019
রোববারের সংগ্রহ সম্পর্কে তারান জানিয়েছিলেন, এ দিন ২৫ থেকে ২৭ কোটি রুপি আয় করতে পারে। সেই হিসাবে তিন দিনে এ ছবির সংগ্রহ প্রায় ৭০ কোটি রুপি।
বক্স অফিস ইন্ডিয়ার পূর্বানুমান, রোববারের আয়ে চলতি বছরের সব রেকর্ড ভেঙে দিতে পারে ‘কবির সিং’, টপকে যেতে পারে সালমান খানের সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ভারত’-এর রেকর্ড। ‘ভারত’ সংগ্রহ করেছিল ২৭ কোটি রুপি। যা হোক, এখনো মূল সংখ্যা প্রকাশিত হয়নি।
‘নারীবিদ্বেষী’ সিনেমা আখ্যা দিয়ে অনেকেই কঠোর সমালোচনা করলেও বক্স অফিসে এর প্রভাব পড়ছে না।
গত শুক্রবার (২১ জুন) ভারতের তিন হাজার ১২৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘কবির সিং’। বক্স অফিসে আপাতত থামার কোনো লক্ষণ নেই। প্রথমবারের মতো পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার সঙ্গে কাজ করলেন শহিদ কাপুর। ভক্তদের তুমুল সাড়া পাওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শহিদ।
সিনেমার গল্পে রয়েছে, সাবেক প্রেমিকা প্রীতির (কিয়ারা) অন্যত্র বিয়ের পর ছন্নছাড়া হয়ে যায় কবির সিং (শহিদ)। এরপর আত্মবিধ্বংসী পথ বেছে নেয় কবির। সারাক্ষণ মদ আর ধূমপানে আসক্ত হয়ে পড়ে। হয়ে পড়ে আত্মনিয়ন্ত্রণহীন। ট্রেইলারে রাগান্বিত শহিদকে দেখা গেছে। মারপিটের দৃশ্যও রয়েছে। অন্যদিকে, কিয়ারা স্নিগ্ধ। শহিদ ও কিয়ারার চুমুর দৃশ্যও ঝড় তুলেছে অন্তর্জালে।
‘কবির সিং’ সিনেমায় প্রথমবার শহিদ কাপুরের সঙ্গে অনস্ক্রিন রোমান্স করলেন কিয়ারা আদভানি। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুরেশ ওবেরয় ও নিকিতা দত্ত। প্রযোজনা করেছেন মুরাদ খেতানি, অশ্বিন বর্দে ও টি-সিরিজ।