Beta

ইউটিউবে শাকিব-ববির ‘জলে ভাসা ফুল’

২৪ মে ২০১৯, ১৯:১৬

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা ববি হক। সর্বশেষ তাঁর অভিনীত ‘বিজলী’ ছবিটি মুক্তি পায়।

আসছে ঈদে শাকিব খানের সঙ্গে তাঁর অভিনীত নতুন ছবি ‘নোলক’ মুক্তি পেতে যাচ্ছে। আর এ চলচ্চিত্রের মাধ্যমে চার বছর পর ঈদে ববি অভিনীত কোনো ছবি মুক্তি পাবে। তাই ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ববি। জোরেশোরেই করছেন  ছবির প্রচারণা।

সম্প্রতি ‘জলে ভাসা ফুল’ শিরোনামে চলচ্চিত্রের নতুন একটি গান  ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান এবং তাসনিম আনিকা। সুর করেছেন হৃদয় খান নিজেই। কথা লিখেছেন এস এ হক অলিক।

২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের রামুজি ফিল্ম সিটিতে শুরু হয় ‘নোলক’ ছবির শুটিং। শুরুতে ‘নোলক’-এর পরিচালক ছিলেন নাট্যনির্মাতা রাশেদ রাহা। কিন্তু সিনেমার শুটিংয়ের মাঝপথে পরিচালক ও প্রযোজকের মধ্যকার দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে পরিচালক রাশেদ রাহাকে বাদ দিয়েই সিনেমার শুটিং শেষ করেন প্রযোজক সাকিব সনেট। বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে চলচ্চিত্রপাড়ায়।

আলোচনা আর সমালোচনা দুই মিলে ‘নোলক’ ছবি নিয়ে নায়িকা ববির প্রত্যাশা আকাশচুম্বী। তিনি বলেন, ‘নোলক পরিবার নিয়ে দেখার মতো ছবি। মৌলিক গল্পের মধ্যে প্রেম, কমেডি ও অ্যাকশন রয়েছে। দর্শক ছবিটি দেখে কখনো হাসবেন, কখনো কাঁদবেন। তাই ঈদেই এই ছবি মুক্তি দেওয়ার উপযুক্ত সময়। টিজার প্রকাশের পর দর্শকের আগ্রহ দেখে বেশ ভরসা পাচ্ছি। আমার বিশ্বাস, এবারের ঈদে দর্শক নোলককে এগিয়ে রাখবেন।’

বি হ্যাপী এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও ববি। এ ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী, ওমর সানী, রজতাভ দত্তসহ দুই বাংলার বেশ কয়েকজন অভিনয় শিল্পী।

২০১৫ সালের কোরবানির ঈদে ববি অভিনীত ‘রাজাবাবু’ ছবিটি মুক্তি পায়।

Advertisement