Beta

ছয় দিনে আয় ৫৩ কোটি

১৬ মে ২০১৯, ১৯:২৩

অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা তারা সুতারিয়া, টাইগার শ্রফ ও অনন্যা পান্ডে। ছবি : সংগৃহীত

ভারতের বক্স অফিসে টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি টু’ শতকোটির ক্লাবে প্রবেশ করেছিল। কিন্তু তাঁর সাম্প্রতিক মুক্তি পাওয়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সেই বেঞ্চমার্কে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে খোদ বাণিজ্য বিশ্লেষকদের। মুক্তির দিন অবশ্য মোটামুটি আয় করেছিল এ ছবি।

গত ১০ মে মুক্তি পায় টাইগার শ্রফ এবং নবাগত অনন্যা পান্ডে ও তারা সুতারিয়া অভিনীত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর দ্বিতীয় কিস্তি। কনটেন্টের (আধেয়) জন্য পুনিত মালহোত্রা পরিচালিত এ ছবি ব্যাপক সমালোচিত হলেও মুক্তির দিন আয় করে ১২ কোটির বেশি। দ্বিতীয় দিন আয় করে ১৪.০২ কোটি, তৃতীয় দিন আয় করে ১২.৭৫ কোটি রুপি।

আজ চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এই ছবির বক্স অফিস সংগ্রহ জানিয়েছেন। টুইটার বার্তায় তিনি বলেছেন, এখনো মোট সংগ্রহে তেমন জাদু দেখাতে পারেনি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’। তাঁর হিসাবে এ ছবির আয় : শুক্রবার ১২.০৬ কোটি, শনিবার ১৪.০২ কোটি, রোববার ১২.৭৫ কোটি, সোমবার ৫.৫২ কোটি, মঙ্গলবার ৫.০২ কোটি, বুধবার ৪.৫১ কোটি। মোট : ৫৩.৮৮ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।

গতকাল বিস্ময় প্রকাশ করে তারান আদর্শ বলেছিলেন, অবাক করার বিষয় হলো পাঁচ দিনেও ৫০ কোটির ঘরে পৌঁছাতে পারেনি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’।

‘স্টুন্ডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে অভিষেক হলো বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে ও সংগীতশিল্পী-অভিনেত্রী তারা সুতারিয়ার।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ মুক্তির পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল শুরু হয়। মিমে সয়লাব হয় নেট দুনিয়া। তুমুল সমালোচনার মুখে পড়ে ছবিটি। এই ছবির নির্মাণব্যয় ৮০ কোটি রুপি। সফলতার মুখ দেখবে কি না, তা দেখার অপেক্ষায় বাণিজ্য সংশ্লিষ্টরা।

২০১২ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সিক্যুয়াল এই ছবি। প্রথম কিস্তি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ান, মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’র পরে টাইগার শ্রফের হাতে রয়েছে ‘বাঘি থ্রি’। আরেকটি শিরোনামহীন সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে কাজ করবেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওই ছবিতে আরো রয়েছেন বানি কাপুর। সূত্র : ইন্ডিয়া টুডে

Advertisement