এক সিনেমায় অমিতাভ ও ইমরান

হিন্দি চলচ্চিত্র অঙ্গনে ১৫ বছরের বেশি সময়ের ক্যারিয়ার ইমরান হাশমির। এখন সুসময় চলছে তাঁর। সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে একটি ওয়েব শোতে চুক্তিবদ্ধ হওয়ার পর এবার খবর, প্রথমবারের মতো মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে রুপালি পর্দা ভাগাভাগি করবেন ইমরান হাশমি।
দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনোই এক সিনেমায় কাজ করেননি ইমরান হাশমি ও অমিতাভ বচ্চন। কিন্তু একে অন্যের কাজের প্রশংসা করেছেন হামেশাই। অনস্ক্রিনে দুজনকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছেন তাঁদের ভক্তরা।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এ খবর শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটার-বার্তায় তিনি লিখেছেন, ‘প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি। থ্রিলার ছবিটি (নাম চূড়ান্ত হয়নি) পরিচালনা করবেন রুমি জাফরি। প্রযোজনা করবেন আনন্দ পণ্ডিত। ২০১৯ সালের মে মাসে শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি।’
Amitabh Bachchan and Emraan Hashmi team up for the first time... The thriller-mystery [not titled yet] will be directed by Rumi Jaffrey... Produced by @anandpandit63... Shooting begins May 2019... 21 Feb 2020 release. pic.twitter.com/yKHix38XL7
— taran adarsh (@taran_adarsh) April 11, 2019
ইমরান হাশমির ভক্তরা থ্রিলার ছবি দেখার জন্য মুখিয়ে আছেন। অমিতাভ বচ্চনের শেষ ছবি ‘বদলা’ বক্স অফিসে হিট করেছে। এবার দুজন বেশ জমিয়ে দেবেন বলেই মত সিনেপ্রেমীদের। সূত্র : বলিউড বাবল