দঙ্গলকন্যা সানিয়ার নাচে নেট-দুনিয়ায় ঝড়

ভারতের জনপ্রিয় র্যাপার নেইজির সঙ্গে নেচে নেট-দুনিয়ায় ঝড় তুলেছেন দঙ্গলকন্যা সানিয়া মালহোত্রা। সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান সানিয়া। সেই থেকে তিনি দঙ্গলকন্যা নামেই পরিচিত।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নেইজির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দিয়েছেন সানিয়া মালহোত্রা। এরপরই নেইজির ‘আফাত ওয়াপাস’ গানে তাঁর মনোমুগ্ধকর নাচের ভিডিওটি শেয়ার দেন।
ভারতের র্যাপার নাভিদ শেখ নেইজি নামে পরিচিত। তাঁর গানে সানিয়ার প্রতিটি পদক্ষেপ দর্শকহৃদয়ে আলোড়ন তুলেছে। ভিডিওটিতে নেইজিকে গাইতে দেখা যায়। সবশেষে হাত মেলান সানিয়া-নেইজি। ভিডিওটি রীতিমতো ভাইরাল। সর্বমহল থেকে চলছে প্রশংসার বন্যা।
Heyy dear Sanya Malhotra really awesome. I you. What superb performance. I just love it. pic.twitter.com/gPoKrI8Gmo
— Sunidhi (@iSunidhi_) April 2, 2019
বিনোদন দুনিয়ার দুই দিগন্তের দুই তারকার এ যৌথ উদ্যোগ সাড়া ফেলেছে সব মহলে। তাঁদের শক্তির আগুন ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।
সানিয়া মালহোত্রা সুপ্রশিক্ষিত নৃত্যশিল্পী। সামাজিক মাধ্যমে এর আগেও তিনি নাচের ভিডিও শেয়ার করেছেন। সেসবও ভক্তকুলে সাড়া ফেলেছিল।
The Dangal Girl, Sanya Malhotra you are amazing! pic.twitter.com/e2ykN4QHCb
— miss fierce(@missionaryloves) April 2, 2019
বক্স অফিসে ব্যাপক সাফল্য দিয়ে গত বছর শেষ করেন সানিয়া মালহোত্রা। তাঁর ঝুলিতে রয়েছে ‘দঙ্গল’ ও ‘বাধাই হো’র মতো ব্লকবাস্টার সিনেমা। এ নায়িকাকে সর্বশেষ ‘ফটোগ্রাফ’ ছবিতে দেখা গেছে। বিখ্যাত অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে এ ছবিতে জুটি বেঁধেছিলেন তিনি। চিত্রসমালোচকরা সানিয়ার প্রশংসায় পঞ্চমুখ। সূত্র : বলিউড বাবল