বৌদিকে কী গিফট দিলেন ধনকুবের মুকেশের মেয়ে?

এ কথা বলা ভুল হবে না, এক দশকের মধ্যে ধনকুবের মুকেশ আম্বানি ও নিতা আম্বানির দুই ছেলেমেয়ের বিয়ে ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়েগুলোর অন্যতম। আম্বানিকন্যা ইশা ও আরেক ধনকুবেরের সন্তান আনন্দ পরিমলের বিলাসবহুল বিয়ের পর ফের এ পরিবারের আরেকটি ব্যয়বহুল বিয়ে আলোচনায় এসেছে। আর তা হলো আম্বানিপুত্র আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বিয়ে।
আম্বানির পুত্রকন্যার বিবাহপূর্ব ও বিবাহ-পরবর্তী অনুষ্ঠানগুলো ছিল রাজকীয়। বিলাসবহুল হোটেল, দুনিয়ার সেরা খাবারের মেন্যু, হলিউড-বলিউড তারকাদের উপস্থিতি, নাচ-গান—সবই ছিল বিস্ময়ের। দুই বিয়েতেই প্রচুর অর্থ ব্যয় করেছে আম্বানি পরিবার। কে কাকে কী উপহার দিলেন, তা জানার আগ্রহ বিশ্বজুড়ে।
খবরে প্রকাশ, শুরুতে উত্তরাধিকার সূত্রে পাওয়া নিজের গহনা পুত্রবধূকে উপহার দিতে চেয়েছিলেন নিতা আম্বানি। পরে মত বদলান। ছেলের বউকে এমন কিছু উপহার দিতে চান, যা হবে ইউনিক ও স্পেশাল। সেই ইচ্ছে থেকেই এমন সেট উপহার দেন, যা বানানো হয়েছে দুনিয়ার সবচেয়ে দামি হীরা থেকে। এই ডায়মন্ড সেটটির নাম লা’ইনকম্পেরেবল, অর্থাৎ যার তুলনা হয় না। ডায়মন্ড সেটটির কাট ও ডিজাইন খুবই নিখুঁত ও কোনোভাবেই নকল করা যাবে না।
পুত্রবধূকে উপহার দেওয়া শাশুড়ির হীরার সেটটির মূল্য ৩০০ কোটি রুপি!
প্রতিবেদন অনুযায়ী, শ্লোকা মেহতাকে ইশা আম্বানি ও তাঁর স্বামী আনন্দ পরিমল প্রাসাদোপম একটি বাংলোবাড়ি উপহার দিয়েছেন। ইশা আম্বানি ও আনন্দ পরিমলের বিয়ের আগেই আকাশ-শ্লোকার বিয়ের কথা ছিল, কিন্তু প্রিয় বোনের বিয়ের জন্য নিজের বিয়ের তারিখ পেছান।
এক সাক্ষাৎকারে ভাইয়ের প্রশংসা করে ইশা বলেছিলেন, ‘আকাশের হৃদয় অনেক বড়। আমার জন্য সে বিয়ের তারিখ বদলেছে। আমার ও আনন্দের আগেই শ্লোকার সঙ্গে বাগদান সেরেছে আকাশ।’ ইশা আরো বলেন, “আমি জানি না, পৃথিবীতে ‘দয়ালু’ শব্দের ইংরেজি প্রতিশব্দ আছে কি না।”
খবরে প্রকাশ, ধনকুবের মুকেশ আম্বানি ও নিতা আম্বানি তাঁদের মেয়ের বিয়েতে কমপক্ষে ১১০ কোটি রুপি খরচ করেছিলেন। আর ছেলে আকাশ আম্বানির বিয়েতে খরচ বহুগুণে ছাড়িয়ে গেছে। সুইজারল্যান্ডে আয়োজন করা হয়েছিল আকাশ-শ্লোকার অভিজাত বিবাহপূর্ব আয়োজন। একটি বিলাসবহুল হোটেল ভাড়া করা হয়েছিল ৫০০ জন অতিথির জন্য, যে হোটেলের সবচেয়ে কমদামি রুমভাড়া প্রতিদিন প্রায় এক লাখ রুপি।
মুকেশপুত্র আকাশ ও রাসেল মেহতার কন্যা শ্লোকার বিয়েতে নিজেদের ইন্ডাস্ট্রির সবাই উপস্থিত ছিলেন। আলোচিত বিয়েটি ইশা আম্বানির ব্যয়বহুল বিয়ের পর পরই আয়োজন করা হয়। দুটি বিয়েই মূলত ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিয়ের কাতারে পড়ে। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস