Beta

বাবার পেটে ছোট্ট আলিয়া, ভিডিওটি দেখেছেন?

১৬ মার্চ ২০১৯, ১৭:১১

অনলাইন ডেস্ক
নির্মাতা মহেশ ভাটের সঙ্গে মেয়ে আলিয়া ভাট। ছবি : ইনস্টাগ্রাম

২৭ বছরে পা রেখেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গতকাল শুক্রবার আলিয়ার জন্মদিনে মেয়ের সঙ্গে আদুরে মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদান।

মেয়েকে ‘সূর্যালোক’ অভিধা দিয়ে সামাজিক মাধ্যমে একটি পুরোনো আদুরে ভিডিও শেয়ার দেন বাবা মহেশ ভাট, যেখানে ছোট্ট আলিয়া ও বাবার মূল্যবান মুহূর্ত দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যায়, ফোনে কথা বলছেন মহেশ ভাট আর তাঁর পেটের ওপর বসে ছোট্ট আলিয়া খেলছে। আলিয়ার মুখে শোনা যাচ্ছে আদুরে ‘মাম্মা’ ডাক।

মেয়েকে শুভেচ্ছা জানিয়ে বাবা মহেশ ভাট ক্যাপশনে লিখেছেন, ‘কিছু স্মৃতি কখনোই বিবর্ণ হওয়ার নয়। জন্মদিনের শুভেচ্ছা, আলিয়া।’

ইনস্টাগ্রামে শেয়ার করা বাবা-মেয়ের ভিডিওটি এ পর্যন্ত এক লাখ ৪৮ হাজারের বেশিবার দেখা হয়েছে।

‘সড়ক টু’ সিনেমায় প্রথমবারের মতো আলিয়ার পরিচালক হতে চলেছেন মহেশ ভাট। আলিয়ার জন্মদিন উদযাপনের কিছু ছবিও তিনি শেয়ার করেছেন। একটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রোদের সঙ্গে জাদুর মিশেল তুমি। শুভ জন্মদিন।’

মা সোনি রাজদানের সঙ্গে আলিয়া। ছবি : ইনস্টাগ্রাম

মা সোনি রাজদানও ‘সুইট’ আলিয়াকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন। মা-মেয়ের যুগল ছবি শেয়ার দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মিষ্টি আলিয়া, তোমার আলো প্রতিদিন আরো উজ্জ্বল হোক। ভালোবাসা ঘিরে থাকুক তোমাকে। আগামী দিনগুলো ভালোবাসার আলোয় ভরে উঠুক। আলো জ্বেলে যাও। ভালোবাসি তোমাকে।’

আলিয়া ভাটের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কলঙ্ক’, যেখানে আরো রয়েছেন বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, সোনাক্ষি সিনহা ও মাধুরী দীক্ষিত। টুইটারে আলিয়ার ‘কলঙ্ক’ লুক শেয়ার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সহ-অভিনেতা বরুণ। লিখেছেন, ‘আশা করি, আজ তুমি অনেক কেক পেয়েছ।’

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, ক্যাটরিনা কাইফ, রিতেশ দেশমুখ, সারা আলি খান, অভিষেক বচ্চন, কস্টিউম ডিজাইনার মাসাবা গুপ্ত ও আবুজানি সন্দীপ খোসলা, ফ্যাশন মায়েস্ত্রো মনীশ মালহোত্রাসহ অনেকেই উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাটকে। ভক্তরাও শুভ কামনা করেছেন।

গত রাতে মুম্বাইয়ের নিজ বাসভবনে পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সঙ্গে জন্মদিন উদযাপন করেন আলিয়া। জন্মদিনের অনুষ্ঠানে করণ জোহর থেকে অয়ন মুখার্জি, পূজা ভাট থেকে প্রেমিক রণবীর কাপুরসহ অসংখ্য তারকাকে দেখা গেছে।

২০১২ সালে নির্মাতা-প্রযোজক করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক হয় আলিয়া ভাটের। ‘হাইওয়ে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’ ও ‘রাজি’র মতো সিনেমায় অসাধারণ পারফরম্যান্স দিয়ে অসংখ্য ভক্ত ও অনুরাগী তৈরি করেন তিনি। আগামীতে ‘কলঙ্ক’ ছাড়াও ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে আলিয়াকে। সূত্র : ইন্ডিয়া টিভি

Advertisement